সরকার বদলায়, দল বদলায় কিন্তু দুর্নীতি বদলায় না! -এড. হাসনাত কাইয়ুম দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫ Rakhi Gopal ।। কিশোরগঞ্জের নিকলীতে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গতকাল শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাতিরচর ইউনিটের আয়োজনে গণজমায়েত অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪.৫০ মিনিটে উন্মুক্ত নদী ও ভাসমান পানিতে জেলেদের মাছ ধরার অধিকার, জলমহালের সীমানা নির্ধারণ, নদী ভাঙ্গনে গৃহহীন অসহায় মানুষদের খাস জমিতে পূর্ণবাসন, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজির বন্ধের দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী ছাতিরচর ইউনিয়নে মোঃ সামছুমিয়ার সভাপতিত্বে এবং ছাতিরচর ইউনেটের আহবায়ক মোঃ বাদল ডাক্তারের সঞ্চালনায় ছাতিরচর বাজার মাছ মহলে গণজমায়েত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হরিপদ দাস নান্টু, রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার আহবায়ক খায়রুল মোমেন স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার সদস্য সচীব মাশুকুর রহমান ঝুটন, রাষ্ট্র সংস্কার আন্দোলন বাজিতপুর উপজেলার আহবায়ক জহিরুল হক ও সদস্য সচিব সামসুদুজ্জা (কাজল)। প্রধান অতিথি হিসেবে রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, সরকার দেশের কল্যাণে কাজ করবে,ভাসমান পানিতে ইজারা সীমানা নির্ধারণ করতে হবে। নদীতে চাঁদাবাজি বন্ধ করতে হবে। অসহায় হতদরিদ্র জেলেদের নির্যাতন ও হয়রানি করা যাবে না । ইজারা সীমানার বাহিরে অহেতুক চাঁদাবাজি করা যাবে না। তিনি আরো বলেন, আর যদি ইজারাদারা অহেতুক চাঁদাবাজি করে তাহলে আপনারা আর কিছু বলবেন না। আমি ডিসি ও টিএনও সাহেবদের সাথে কথা বলবো। আপনারা যদি ঐক্য থাকেন তাহলে সরকারের উপদেষ্টাদের সাথে কথা বলে সরেজমিনে মাঠে নিয়ে আসবো। মনে রাখবেন এ দেশে সরকার বদলায়, দল বদলায় কিন্তু দুর্নীতিবাজ বদলায় না। তিনি বলেন অন্য যে কোন দলের লোক যদি ভাল কাজ করে তাহলে সে আমার লোক, আর আমার দলের কোন লোক যদি খারাপ কাজ করে তাহলে সে আমার লোক না। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন নিকলী উপজেলা শাখার যুগ্ন সদস্য সচিব জীবন দাস, মনজিল হোসেন, মোঃ জোনায়েদ হোসেন, মাসুদ রানা অরুন, হুমায়পুর ইউনিয়ন আহবায়ক জয়নাল আবেদীন,রাষ্ট্র সংস্কার আন্দোলন সিংপুর ইউনিয়ন ইউনিটের আহবায়ক আজিম উদ্দিন মেম্বার, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাতিরচর ইউনিটের নেতা আবুল কাশেম ডাক্তার, মোঃ আনার মিয়া, লাল মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলন দাম পাড়া ইউনিয়ন ইউনিটের আহবায়ক মোঃ ছিদ্দিক মিয়া, মোঃ আব্দুর রহমান প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: