রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় জেলা পর্যায়ে ‘২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতায়’ প্রথম স্থান অর্জন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫ রিপন সরকার ।। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাঞ্ছারামপুর উপজেলায় জুলাইয়ের গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি পালন উপলক্ষে দেশব্যাপী ২৪ এর রঙে এ গ্রাফিতি ও চিত্রাঙ্কন। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় ২৪ শে জুলাই গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আজ সকল স্কুলের প্রতিযোগিতা হয়। সব স্কুল কে পিছনে ফেলে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় এর ছেলে-মেয়েরা এই জুলাই গ্রাফিতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে । তাদের মধ্যে থেকে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে ২৪ শে জুলাই ঘটে যাওয়া সে স্মৃতি উপর ভিত্তি করে গ্রাফিতি প্রতিযোগিতায় রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলায় মধ্যে শত শত স্কুল কে পিছনে ফেলে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে । এ অর্জন একটি দেশের জন্য স্মৃতি হয়ে রইল। রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নূর মোহাম্মদ জমদ্দার বলেন, আমি আশাবাদী আমার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা জুলাইয়ের গ্রাফিতি প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় প্রথম হবে ইনশাআল্লাহ । প্রধান শিক্ষকের নেতৃত্ব ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যোগায়। তারা ভালো কিছু অঙ্কন করতে এবং হার্ট করতে তাদের মনে উৎসাহ যোগায়। সে উৎসাহ থেকেই তাদের আজকের অর্জন। অভিনন্দন জানাচ্ছি রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দকে, যাদের অনুপ্রেরণা এবং নেতৃত্বে আজকে জেলা পর্যায় প্রথম স্থান অর্জন করেছে। শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা আশাবাদী রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় এ বছর বিভাগীয় পর্যায়ে প্রথম হবে। গত ২০২৪ সালে ২৪ শে জুলাই ঘটে যাওয়া সেই স্মৃতিগুলো প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের ব্রেন কে এমন ভাবে নাড়া দেয়, যেন কলমের তুলিতে তারা চিত্রাংকন করতে থাকে, সেই অশ্রুসিক্ত স্মৃতিগুলা। ভালো থাকুক বাংলাদেশ। সুস্থ থাকুক প্রত্যেক মানুষ। মন-মানসিকতা হোক সুন্দর। অর্জিত শিক্ষার মাধ্যমে সকলেই যাতে করে সঠিক শিক্ষা পায়। মানুষের মত মানুষ হয়, সে প্রত্যয় হোক বাংলাদেশের অঙ্গীকার। SHARES সারা বাংলা বিষয়: