কাহালু থানার দন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫ মোঃ আবু সাঈদ।। কাহালু থানার অফিসার ইনচার্জ এ-র নেতৃত্বে এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মামলা নাম্বার ৯০৭/২০১৪ দায়রা, ৩১১সি/ ১০১৪ (সদর) সংক্রান্তে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালত বগুড়া কর্তৃক ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫১০০০/ (একান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ রেজাউল করিম (৫০), পিতা নফিজ উদ্দিন মন্ডল, গ্রামঃ ভালশুন পশ্চিমপাড়া, থানাঃ কাহালু, জেলাঃ বগুড়াকে গত ইং ২৫/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ১০:০০ (দশ) ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভালশুন বাজার এলাকা হইতে হইতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করেছেন। কাহালু থানা পুলিশ আজ তাকে বিজ্ঞ আদালত বগুড়ায় সোপর্দ করেছেন। উল্লেখ্য গত ইং ১৩/০৭/২০১৬ সালে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত দন্ডাদেশ প্রদানের পর হইতে আসামি পলাতক ছিল। SHARES সারা বাংলা বিষয়: