পাচ্চর বন্দর খোলা একটি অসামাজিক গান-বাজনা বন্ধ করে দেয় ইসলাম প্রিয় তৌহিদী জনতা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২৪ মো : আনোয়ার হোসেন ।। শিবচর পাঁচ্চর বন্দর খোলা একটি অসামাজিক গান-বাজনা অপসংস্কৃতি বন্ধের দাবিতে ওলামায়ে কেরাম এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম এবং ইসলাম প্রিয় তৌহিদী জনতা সকলে দল-মত নির্বিশেষে উক্ত সমাবেশে উপস্থিত হন সমাবেশে আর উপস্থিত ছিলেন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর বংশধর পীরজাদা হাফেজ মোহাম্মদ হানজালা সাহেব এবং আরো অনেকেই তাদের সকলের দাবি এই দেশ মুসলমানের দেশ এ দেশে যেন ইসলাম বিদ্বেষী কোন কাজ না হয় যদি ইসলামের নাম দিয়ে গান বাজনা বেহায়াপনা মদ জুয়ার আড্ডা হয় তখন উলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না উক্ত সমাবেশে বাহাদুরপুর হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর সন্তানেরা বলেন এই জমি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহির জমি এই জমিনে ইসলাম বিদ্বেষী কোন গান-বাজনা করতে দেওয়া হবে না যদি করে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সন্তানেরা ঘরে বসে থাকবে না তারা আরো বলেন এই শিবচরের মাটিতে যেন আর কোন গান বাজনা সেরেক বেদাত কাজ না করা হয় এ বলে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এরপর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রশাসনিক লোক এবং স্থানীয় বন্দর খোলা ইউনিয়নের চেয়ারম্যান সহ তৌহিদি জনতা তাদের প্রোগ্রামকে বন্ধ করে দেয় । SHARES সারা বাংলা বিষয়: