গুরুদাসপুরে ঈদুরের উঠানো মাটিতোলার জেরে গৃহ বধূকেমারধরের অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৪ এস এম পারভেজ তালুকদার।। গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নের ৫ নং ওয়াড শিকারপুরে ঈদুরের মাটি নেয়ার জেরে এক গৃহবধুকে মারধরের অভিযোগ উঠেছে। গৃহবধূর নাম মোছাঃ ফুলেরা বেগম( ২৭) ঘটনাটি ঘটে সোমবার সকাল ১১ টার সময়, ভুক্তভোগীর স্বামী মোঃ উজ্জ্বল হোসেন বলেন, নিজ বাড়ির উঠান লেপার জন্য তার স্ত্রী ফলেরা বেগন বাসতবাড়ির পিছনে থাকা রিপন প্রাং কের ধানের জমিতে ঈদুরে ওঠানো মাটি নিতে যায় ফুলেরা বেগম, ঠিক তখনি অপরদিক থেকে জমির আলদিয়ে কোদালের কাঠের ডাট নিয়ে আসছিলো বিবাদী মোঃ খাদেম মন্ডলের ছেলে মোঃ শামিম মন্ডল, সে এসে ফুলেরা বেগম কে ইঁদুরের ওঠানো মাটি নিতে নিষেধ করে, ফুলেরা বেগম তখন বিবাদী শামিকে বলে এই জমিতো তোদের না তখনি শামিম মন্ডল অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। ফুলেরা বেগম তাকে গালাগালি নিষেধ করলে, এক পর্যায় বিবাদী শামিম মন্ডল ফুলেরা বেগমের চুল ধরে টানদিয়ে মাটিতে ফলেদেয় তাদের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। এবং তার গালায় থাকে ৪ আনি স্বর্ণের চেন শামিম মন্ডল ছিড়ে নেয়, এমন কি তাকে হাতে থাকা কোদালের কাঠের ডাক দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা শুরু করে তার ডাক চিৎকারে বাড়ি আশেপাশে থাকা আত্মীয় স্বজন এলাকা বাসি এগিয়ে আসে, কিন্তু বিবাদী শামিম মন্ডল তাদের কেউ মারতে এগিয়ে যায় ভয়ে তারা চিৎকার করতে করতে রাস্তায় গিয়ে বাদির জামায় কে খবর দিয়ে সেএসে কোনমতে ফুলেরা বেগম কে তার হাত থেকে রক্ষা করে নিকটস্থ গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় ডাঃ চৈতি মুন্সি বলেন ফুলেরার শরীরে কোন কাটা ছেঁড়া নেই তবে শরীলে বিভিন্ন জায়গায় ফ্যাক্স রয়েছে। প্রত্যক্ষদর্শী রমেছা বেমম, এবং রুমা বেগম বলেন। এই খাদেম মন্ডলের ছেলে ইতিপূর্বেও শিকারপুর গ্রামের অনেক মানুষ কে মেরেছে, এবং দেশীয় অস্ত্র হাসুয়া, দা, ছুড়ি, নিয়ে সব সময় ঘোরাঘুরি করে। কারণ-অকারণ যেকোনো সময় মহিলা বা পুরুষ কে অন্যায় ভাবে মারধর করে আসছে কোন বিচার পায়নি, এলারর কেউ তার বাবা চাচা আত্মীয়-স্বজনের ভয়ে কথা বলতে পারেনা, কেউ কিছু বললে শামিম তাকে মারে গ্রামের মেম্বার বা গণ্যমান্য ব্যক্তিদের তক্কা করে না এই শামিম মন্ডল , গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ তো জোর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন, ঘটনা অভিযোগের ভিত্তিতে তাকে গুরুদাসপুর থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে গুরুদাসপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার বলেন নীবর্তমূলক ১৫১ ধারা অনুযায়ী আসামি মোঃ শামিম মন্ডলকে জেল হাজতে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: