জিয়ানগরে ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ইংআউদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪ কে এম আব্দুল কুদ্দুস।। পিরোজপুর জেলার জিয়ানগরে গতোকাল ২ডিসেম্বর,রোজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন কর্তক আয়োজিত ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ ইং উদযাপন উপলক্ষে এক প্রস্তুুতি মূলক সভার আয়োজন করেছে। এ প্রস্তুুতিমূলক সভা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক জনাব,হাসান-বিন-মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় আমন্ত্রিত মেহমান ছিলেন জনাব,মো:ফরিদ আহম্মেদ -আহ্বায়ক, জিয়ানগর উপজেলা বিএনপি ।আরো ছিলেন জনাব, মো:আলমগীর কবির মান্নু-সদস্য সচিব,জিয়ানগর উপজেলা বিএনপি। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার অন্যান্য কর্মকর্তা, রাজনীতিবীদ ও সাংবাদিকগন। SHARES সারা বাংলা বিষয়: