শহীদ আব্দুল আজিজ রায়হান স্মৃতি ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগেপাঠাগার উদ্বোধন এবং শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

মোহাম্মদ শেখফরিদ ।।   শহীদ আব্দুল আজিজ রায়হান স্মৃতি ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যেগে,,ডিসেম্বর (১৩/১২/২০২৪) ইং রোজ: শুক্রবার বিকাল ৩ঘটিকার সময় পাঠাগার উদ্বোধন এবং শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ও বিষেশ অতিথিরাও উপস্থিত ছিলেন,প্রধান অতিথি (জনাব অধ্যক্ষ বেলায়েত হোসেন) আমির বাংলাদেশ জামায়াত ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা, নোয়াখালী,বিষেশ অতিথি (জনাব মাওলানা শাহজাহান) সহকারি অধ্যাপক হাজারী হাট মাদ্রাসা, কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী কোম্পানীগঞ্জ, নোয়াখালী,বিষেশ অতিথি (জনাব মাওলানা আনোয়ার হোসেন) আমির বাংলাদেশ জামায়াত ইসলামী চরহাজারী, কোম্পানীগঞ্জ নোয়াখালী,সভাপতিত্ব করছেন (জনাব শেখ ফরিদ খোকন) সভাপতি, শহীদ আব্দুল আজিজ স্মৃতি ইসলামি সমাজ কল্যান পরিষদ চরহাজারী ৩নং ওয়ার্ড, কোম্পানীগঞ্জ নোয়াখালী।আর প্রধান ও বিষেশ মেহমানরা শহীদ (আব্দুল আজিজ রায়হানের) শহীদ হওয়ার ঘটনা বিস্তারিত সভায় তুলে ধরেন, ঘটনাস্থল শহীদ (আব্দুল আজিজ রায়হানের) নিজ বাড়ী থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত আর সেখানে (কোম্পানীগঞ্জ) থানা থেকে (অনুমতি) প্রাপ্ত বাংলাদেশ জামায়াত ইসলামুর (কর্মসূচি) ছিল।  তেমনি খবর পেয়ে শহীদ (আব্দুল আজিজ রায়হান) কর্মসূচি বাস্তবায়নের জন্য তার এলাকায় ব্যাপক দাওয়াতের কাজ করেন, আর ডিসেম্বর (১৪/১২/২০১৩) তারিখ দুপুরে জোহরের নামাজ আদায় করে বাড়িতে এসে খাওয়া-দাওয়া করে সত:স্পুর্ত ভাবে স্থানীয় কর্মীদের কে নিয়ে হেঁটে,রিক্স, ও বাইসাইকেলে যোগে বেলা ২:৪৫ মিনিটের সময় কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলে সেখানে প্রায় ১,০০০ এলাকাবাসীর সাথে তিনি উল্লেখিত কর্মসূচীতে অংশগ্রহণ করেন।১৪ই ডিসেম্বর বিকাল ৪ টার সময় তিনি বসুরহাট কেজি স্কুল রোডে অবস্থিত খাঁন সুপার মার্কেটের সামনে উপস্থিত হলে তখন আ: লীগ, যুব লীগ, এবং ছাত্র লীগের হ্যামলেট বাহিনী ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ সদস্য একত্রিত হয়ে বিনা উস্কানিতে জামায়াতের কর্মসূচি লক্ষ করে গুলি বর্ষন করে আর তখন শহীদ আব্দুল আজিজ রায়হান মাথায়  গুলিবিদ্ধ হয়ে মাটিতে শুয়ে যান  তখন তার বড় ভাই দেখার সাথে সাথে তার বড় ভাই আব্দুস সালাম ও তার চাচাতো ভাই আমজাদ হোসেন ছোটন নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান আর সেখানের ডাক্তার ভর্তি না নেওয়ায় পরই নোয়াখালী  মা ও শিশু প্রাইভেট  হাসপাতাল নেওয়া হয় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর হাসপাতাল থেকে রায়হানের লাশ তাৎক্ষণিক ভাবে আব্দুল আজিজ রায়হানের বড় ভাই আব্দুস সালাম ও তার চাচাতো ভাই আমজাদ হোসেন ছোটন রাত ৯:০০টার সময়  আব্দুল আজিজ রায়হানের মৃতদেহ নিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। পরে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মৃতদেহ বাড়িতে আসার আগ থেকে মৃত রায়হানের বাড়িতে বিভিন্নভাবে  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ফোনে এবং সরাসরি এসে লাশ দ্রুত দাফনের জন্য বল প্রয়োগ করে এবং কবরস্থানের সামনের অংশে দাফন করতে বাঁধা দেয়, অবশেষে রাত ১১ টার সময় জানাযা শেষে কবরাস্থানের শেষ প্রান্তে লাশ দাফন করতে বাধ্য করেন।সর্বশেষ শহীদ আব্দুল আজিজ রায়হানের জন্য দোয়া ও তার পরিবারকে ধৈর্য ধারনের কথা বলে সভা শেষ করেন।