কালীগঞ্জে মনিপীরের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪ মোঃ সোহাগ আলী।। ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার গোপালপুরস্থ সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও শপথ পাঠ এবং সকাল ১০টায় বলরামপুর বাজারে সংক্ষিপ্ত স্মরণ সভা করা হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। মঙ্গলবার স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সহ-সভাপতি তোজাম্মেল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি ডাঃ ওলিয়ার রহমান, ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সদস্য ও ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু এবং ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সভাপতি শাহরিয়ার আমির প্রমুখ। পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু।বক্তারা বলেন, কৃষকনেতা মণিপীরের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে তখন দেশের কৃষকসহ শ্রমিকশ্রেণি ও জনগণের সমস্যা-সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে জীবন-জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। পুঁজিবাদের সাধারণ সংকটের এ পর্যায়ে ২০০৮ সালে সূচিত বৈশ্বিক মন্দা আঁকাবাঁকা গতিপথে বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে ও ইউক্রেনকে কেন্দ্র করে আন্তঃসাম্রাজ্যবাদী যুদ্ধের প্রভাবে তা তীব্রতর ও ব্যাপকতর হয়ে মহামন্দার দিকে ধাবিত হয়ে চলেছে। মন্দা থেকে পরিত্রাণ পেতে সাম্রাজ্যবাদীরা উদ্ধার ও উদ্দীপক, কৃচ্ছতাসাধন, পরিমাণগত সহজীকরণ কর্মসূচি, সুদের নেতিবাচক হার ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করলেও তা থেকে বের হতে পারে না। ফলে তারা সংকট সমাধানে আগ্রাসী যুদ্ধ আরও তীব্রতর করার পথে অগ্রসর হয়। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা-দালালপুঁজির নির্মম শোষণ-লুণ্ঠন এবং তাদের স্বার্থরক্ষাকারী স্বৈরাচারি রাষ্ট্র ও সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী শাসনে শ্রমিক-কৃষক-জনগণের জীবন-জীবিকা আজ দুর্বিষহ ও বিপর্যস্ত হয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতির প্রেক্ষিতে চাল-ডাল, তেল-লবন, আলু-পিয়াজ, তরিতরকারি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন উর্ধ্বগতি শ্রমিক-কৃষক, মেহনতি জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়ে জীবন-জীবিকা আরও সংকটগ্রস্ত ও অনিশ্চিত হয়ে পড়েছে। SHARES সারা বাংলা বিষয়: