নাজিরপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪ এস এম পারভেজ তালুকদার।। গুরুদাসপুর উপজেলা ১ নং নাজিরপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির যুবদলে উদ্যোগে ১ হাজার গরীব অসহায় মানুষের মাঝে, শীতবস্ত্র ২৫/১২/২৪ ইং বুধবার বীর বাজার স্কুল মাঠে বিকেল ৪ টার সময় বিতরণ করা হয়, উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব এ হাই তালুকদার ডালিম, সভাপতি নাটোর জেলা যুবদল, মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক নাটোর জেলা যুবদল, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাজিরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ সালেহ আহামেদ ( বিপুল) সময় হাসান আহবায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, আসাদুজ্জামান লিটন,সাংগঠনিক সম্পাদক, নাটোর জেলা যুবদল, আঃ সালাম,সভাপতি নাটোর সদর যুবদল, মোঃ রওশন, তথ্য ও প্রযক্তিসম্পাদক, জেলা যুবদল, নাটোর জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইকবাল, মোঃআরিফুল ইসলাম রবিউল, সদস্য সচিব গুরুদাসপুর উপজেলা ছাত্র দল, মোঃ রাকিবুর রহমান ( রাজা,) যুগ্ম আহ্বায়ক, নাজিরপুর ইউনিয়ন যুবদল, মোঃ ইমান আলী( দুলু) ইউনিয়ন যুবদল নেতা, মোঃ জাকির হোসেন, যুবদল নেতা, মোঃ রেজাউল করিম (রেজা) নাজিরপুর ইউনিয়ন যুবদল নেতা, উক্ত অসহায় মানুষের মাঝে এই তীব্র শীতের মানুষের কষ্ট দেখে শহীদ জিয়ার আদর্শ বুকে ধারন করে নিজ অর্থায়নে ১ হাজার মানুষের পাশে দাঁড়ানো মানুষ টি নাজিরপুর ইউনিয়ন যুবদলের নেতা আবুল মাসুদ ( টাইগার) এসময় প্রধান অতিথির এ হাই তালুকদার ডালিম বক্তব্যে বলেন বি এন পির আগামী জাতীয় সংসদ নির্বাচনে , বাংলাদেশের উন্নয়ন বিষয়ে জনাব তারেক রহমানের কয়েকটি দফার কথা তুলেধরেন,এবং আওয়ামী লীগের দুঃশাসন হত্যা, ঘুম, মিথ্যা সাজানো মামলা ও আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী দ্বারা মা, বোনদের উপর নির্যাতনের করা কথা, তুলে ধরেন। বি এন পি একটি আদর্শিত দল বেগম খালেদা জিয়া, আপোষহীন নেত্রী, কোন অন্যায় কে প্রশ্রয় দেন না, দেশের মানুষের স্বার্থে , তাই আগামী দিনে বি এন পি কে ক্ষমতায় আনতে হবে দেশের উন্নয়নে, ধানের শীষে ভোট দিয়ে, আমাদের নিজেদের ভোটের অধিকার ভাতের অধিকার দেশ ও এলাকার উন্নয়ন করতে হবে, এ জন্য সকালের সহযোগিতা প্রয়োজন। বক্তব্য শেষে ১ হাজার অসহায় গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা। SHARES সারা বাংলা বিষয়: