উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মো মুজাহিদুল ইসলাম বদলি জনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

এস এম পারভেজ তালুকদার ।। তারিখ ২৮/১২/২০২৪  গুরুদাসপুর উপজেলা কমপ্লেক্সের হল রুম এই বিদায় অনুষ্ঠান  দুপুর ২ টার সময় অনুষ্ঠিত হয়। গত ৭ বছর  যাবৎ সততা ও নিষ্ঠার সঙ্গে  দায়িত্বের পালন করেছেন। গুরুদাসপুর উপজেলার সকলের অত্যান্ত প্রিয় একজন মানুষ  ডাঃ মুজাহিদুল ইসলাম,  তিনি গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করার পর থেকে  চিকিৎসা সেবা ও হসপিটালের বিভিন্ন উন্নয়ন  মূলক সেবা  যন্ত্রাংশ  সংযোজন , এবং সরকারি মেডিকেল অফিসার সহকারি মেডিকেল অফিসার সহ সকল কর্মকর্তা-কর্মচারীদের  বিপদে পাশে থেকে কাজ করেছেন এই মানবিক পেশার  এই  মানবতার ফেরিওয়ালা  ডাঃ মুজাহিদুল ইসলাম,  তার কাছে সকল শ্রেণী পেশার মানুষ  একি সমান তার অফিস কক্ষে চিকিৎসা সেবা পরামর্শ নিতে  কখনও কোন দিন সমস্যা হয়নি  বলে জানান এক হসপিটালে চিকিৎসা নিতে আশা এক রোগী, এমন মহৎ চিকিৎসকের চাকরি জনিত বিদায় সকল কে অশ্রুসিক্ত  করেছে।  ডাঃ মুজাহিদুল ইসলাম  সকলের কাছে দোয়া চেয়ে বলেন আমি আমার দায়িত্ব মেধা এবং চিকিৎসা সেবা পরামর্শের মাধ্যমে   আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তা কখনও ভুলবো না। আপনার আমার জন্য দোয়া করবেন চাকরি জীবনে বাকি জীবন টা এ ভাবেই মানুষের ভালোবাসা নিয়ে চিকিৎসা সেবা প্রদান করতে পারি ।এবং  একি সঙ্গে  এনেস্থেশিয়া,  জুনিয়ার কনসালটেন্ট ডাঃ মোঃ  ফেরদৌস আলী বদলি বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য  পঃ পঃ কর্মকর্তা এ এস এম  আলমাস  নব্য যোগদানকৃত তিনি বলেন  আমরা একটি পরিবার এক সঙ্গে চিকিৎসা সেবা ও  প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ক্লিনিক  স্বাস্থ্য সেবা  এগিয়ে নিতে হবে, এর জন্য  সকলের সহযোগিতা প্রয়োজন  ।  এবং অনুষ্ঠানে বিদায় কৃত গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা  ডাঃ মুজাহিদুল ইসলাম কে ক্রেস উপহার তুলে দেন  নব্য  গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ   এ এস এম  আলমাস, এসময় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  সকল মেডিকেল অফিসার , স্বাস্থ্যকর্মী  স্টাফ নার্স,  সহ প্রমুখ উপস্থিত ছিলেন।