নোয়াখালীতে ঢিলেঢালা ভাবে জাতীয় সমাজসেবা দিবস পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫ মোঃ রিয়াজুল সোহাগ।। নোয়াখালীর সেনবাগে দায়সারা ভাবে কল্যাণরাষ্ট্র চিন্তায় মুক্ত আড্ডা নামীয় জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারী) বিকেলে নোয়াখালীর সেনবাগে দায়সারা ভাবে কল্যাণরাষ্ট্র চিন্তায় মুক্ত আড্ডা নামীয় জাতীয় সমাজসেবা দিবস উপজেলা চত্ত্বরে পালন করা হয়েছে। জানা গেছে কল্যাণরাষ্ট্র চিন্তায় মুক্ত আড্ডা নামীয় অনুষ্ঠানে আড্ডা পরিচালনায ছিলেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন, আড্ডা সমাপনীতে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আড্ডা সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বোরহান উদ্দিন। আরো জানা যায়, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সমাজসেবা দিবসের কল্যাণরাষ্ট্র চিন্তায় মুক্ত আড্ডা নামীয় অনুষ্ঠানে স্হানীয় সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আরও জানা যায়, কল্যাণরাষ্ট্র চিন্তায় মুক্ত আড্ডা নামীয় অনুষ্ঠানের শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ে তোষামোদকারী কিছু সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে পুরষ্কৃত করা হয়েছে। তোষামোদকারীদের পুরষ্কৃত করার জন্য সাংবাদিকদের না জানিয়ে কল্যাণরাষ্ট্র চিন্তায় মুক্ত আড্ডা নামীয় অনুষ্ঠান মো: বোরহান উদ্দিন নিজের খেয়াল খুশী মতে শেষ করেছেন। এ প্রতিবেদক মুঠোফোনে সমাজসেবা কর্মকর্তাকে জানালে তিনি তেমন কোন উত্তর প্রদান করেনি। সেনবাগের সাংবাদিকগণ কী সমাজসেবায় কোন ভূমিকা রাখেনি ? সেনবাগের স্হানীয় গণমাধ্যম কর্মীদের দাবী সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষ দায়সারা গোছের অনুষ্ঠানে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। SHARES সারা বাংলা বিষয়: