২ বছরেও কোন সহযোগিতা পায়নি মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত গুলজার হোসেন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
  এস এম পারভেজ তালুকদার ।। গুরুদাসপুর উপজেলার ৪ নং মশিন্দা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের  মশিন্দা জাকিরে মোড় গ্রামের মৃত কাজী সরকারের পুত্র মোঃ  গুলজার (৫০) আজ ২ বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে রোগে আক্রান্ত  হয়ে, নিজ বাড়িতে পড়ে আছেন, নিজের  সকল নিজ অর্থ  দিয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা নিয়ে ছেন। কিন্তু কোন লাভ হয়নি,  গত ১২/১২/২৪ ইং তারিখে  ঢাকা  মহাখাঁলি ক্যান্সার ইনস্টিটিউ  হসপিটালের চিকিৎসা নিতে পরামর্শ প্রদান করেন  রাজশাহীর ডক্টর  গুলজার হোসেন  তার অসহায় সম্পদ হীন  মানুষ  কি করবে বুঝতে পারছিল না, নিজের বাড়ি ঘর সব চিকিৎসা জন্য আগেই শেষ করে ফেলেছে, নিজ আত্মীয়-স্বজনের আর্থিক সহযোগিতা নিয়ে  ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসা নেয়া শুরু করেছে একটা কেমন  মাত্র  দিয়েছেন, বাকি চিকিৎসা কিভাবে করবে তার পরিবারের আত্মীয়-স্বজনরা  জানে না, এমন অবস্থায়  তার স্ত্রী  ও বৃদ্ধা  মা ছাড়া  তেমন কেউ নেই।  গুলজার এর স্ত্রী  বলেন আমরা স্বামীকে  বাঁচতে চাই, আমাদের ১ টি ছেলে  সন্তান  রয়েছে  ১০ বছর বয়স  সে এখনো তেমন কিছু বুঝে না, আমার অবুঝ সন্তানের জন্য  হলেও কোন সহৃদয়বান  মানুষের যদি আমাকে আর্থিক সহযোগিতা  করে তাহলে আমার স্বামীকে  আমার চিকিৎসা সেবা দিতে পারবো।  গুলজার হোসেনের মা বলেন  আমার সন্তান কে চিকিৎসা দেবার জন্য ৩ লক্ষ  টাকার প্রয়োজন এত টাকা কোথায় পাবো,  তাই আমি মা এখনো বেঁচে আছি কিন্তু আমার সন্তানকে  বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরবে এটা কি কোন মা চাই , বলে  কান্না শুরু করেন ,  তাই  সকল প্রবাসী এবং দেশের  সকল শ্রেণী পেশার মানুষের কাছে  আর্থিক সহযোগিতা  চেয়েছেন গুলজার ফকিরের মা মোছাঃ পেয়ারা বেগম  (৭০) কেউ যদি সহযোগিতা করতে চান তাদের এই মোবাইল নাম্বার বিকাশ  যোগাযোগ করুন ০১৯৯০  ১৮৫৪২৮ গুলজার হোসেন বাঁচতে চায়  তার অবুঝ  সন্তানের জন্য তার বৃদ্ধা  মায়ের জন্য, তার কিছু হয়ে গেলে তার স্ত্রী  কে দেখার কেউ নেই, তাই তো সকলের কাছে আর্থিক সহযোগিতা  ও দোয়া চেয়েছেন মোঃ গোলজার হোসেন  ফকির।