দিনাজপুর সরকারি কলেজ শাখায় “বাংলাদেশ প্রিমিয়ার লীগ (BPL)” এর সহযোগীতায় অনুষ্ঠিত হচ্ছে দুইদিনব্যাপী তারুণ্য মেলা ২০২৫। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ মন্ডল মোঃ আলিফ আল মারজান।। দিনাজপুর সরকারি কলেজ শাখায় “বাংলাদেশ প্রিমিয়ার লীগ (BPL)” এর সহযোগীতায় অনুষ্ঠিত হচ্ছে দুইদিনব্যাপী তারুণ্য মেলা ২০২৫। এই মেলা আজ ১৩ এবং আগামীকাল ১৪ জানুয়ারি ২০২৫ খ্রি: অনুষ্ঠিত হবে। তারুণ্যের মেলায় “দিনাজপুর সরকারি কলেজে” এর প্রায় সকল বিভাগের স্টল রয়েছে এবং পাশাপাশি রয়েছে ‘বাঁধন’ এর ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষার স্টল, বিভিন্ন অনলাইন শপ স্টল, গ্রীন ভয়েস, বসুন্ধরা শুভ সংঘ-সহ আরোও বিভিন্ন সংগঠনের স্টল রয়েছে। তারুণ্যের মেলায় কলেজে শিক্ষার্থীরা সহ ভীড় জমাচ্ছেন অনেকে এবং স্টলগুলো ঘুরে ঘুরে দেখছেন সবাই। এই তারুণ্যের মেলা কে কেন্দ্র করে “দিনাজপুর সরকারি কলেজ” ক্যাম্পাস হয়ে উঠেছে প্রাণবন্ত। BPL এর সহযোগীতায় আয়োজিত এই ‘তারুণ্যের মেলা’ দিনাজপুর সরকারি কলেজ সহ দেশের আরোও বিভিন্ন কলেজ ক্যাম্পাসে অনুষ্টিত হচ্ছে। ‘দিনাজপুর সরকারি কলেজ’ ক্যাম্পাসের তারুণ্যের মেলায় বিভিন্ন স্টলে জমে উঠেছে ভীড়। প্রত্যেকেই নিজ নিজ চাহিদা এবং পছন্দ অনুযায়ী স্টলে যাচ্ছেন কেউ বই পড়ছেন, কেউ রক্ত পরীক্ষা করছেন আবার কেউ নিজেদের প্রদর্শনীকে উপস্থাপন করছেন সকলের সামনে। অবশেষে, ‘তারুণ্যের মেলার’ স্লোগান- তারুণ্যের উৎসব -২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো, দেশ বদলাই পৃথিবী বদলাই । SHARES সারা বাংলা বিষয়: