কেন্দুয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫ কোহিনূর আলম । । “জ্ঞান -বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৬তম বিজ্ঞান মেলা) এবং ৯ম অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । সোমবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে (কেন্দুয়া) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এর উদ্বোধন করেন তিনি । এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয় । ইমদাদুল হক তালুকদার তাঁর উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে আরো বেশি এগিয়ে যেতে হবে । এজন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে । অন্যথায় আমরা পিছিয়ে পড়বো । তিনি আরো বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন দিলদার, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ । উল্লেখ্য উক্ত মেলায় কলেজ ও স্কুল পর্যায়ের ১৭টি স্টল অংশ নিয়েছে । SHARES সারা বাংলা বিষয়: