বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে কুড়িগ্রামে।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
মোঃ শরিফুল ইসলাম ।। প্রচন্ড শীতে জনজীবন বিপন্ন, ঘর বন্দি হয়ে পড়েছে সাধারন খেটে খাওয়া মানুষরা।
আমরা শীত আসলে কবিতা লিখি,
” কুয়ামা মাখা প্রহরে,
তোমায় নিয়ে হারাবো,
থেকে যাব এক ঘোরে”।
কেটে যাবে দিন,
স্বপ্ন বুনবো রঙ্গিন।
অথচ শীত যে কতটা অসহায়ত্ব এনেছে দুস্থ অসহায় মানুষদের জীবনে তা আমাদের কল্পনার বাইরে।