কাসেমী সাহেবের মাহফিলে মানুষের ঢল। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ মনপুরার চরফৈজুদ্দিনের ইব্রাহিমিয়া মহিলা হাফেজি ও ক্বওমী মাদ্ররাসায় ২দিন ব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। ১২ ই ফেব্রুয়ারি রোজ বুধবার মাদ্রাসার ময়দানে ২দিন ব্যাপি মাহফিলের প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ্ব হযডত মাওঃ মুফতি নুরুল ইসলাম কাসেমী। প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুহাদ্দিস জামিয়া এমদাদিয়া আরাবীয়া মাদ্রাসা হযরত মাওঃ মুফতি আবু সাঈদ আব্বাসি, মাওঃ ইমাম হাসান মায়াবি,হাফেজ মাওঃ সিহাব উদ্দিন মনপুরী সহ আরও ওলামায়ে কেরাম কোরআন থেকে আলোচনা করেন। প্রধান অতিথি বক্তব্যে কাসেমী সাহেব মুসলিম উম্মার ঐক্য জন্য সকলকে ইসলামের সু-মহান আদর্শের দিকে ফিরে আসতে হবে। SHARES সারা বাংলা বিষয়: