কেন্দুয়ায় শরিফুন্নবী মোঃ বাপুর স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মরহুম শরিফুন্নবী মোঃ বাপু এঁর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিচার বিভাগের
জেলা ও দায়রা জজ, বর্তমানে সিলেট বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান ও মরহুমের ভাই নুরুল আলম মোহাম্মদ নিপুর উদ্যোগে ৩নং দলপা ইউনিয়নের বেখৈরহাটি পশ্চিম বাজারস্থ জোবায়দা ম্যানসনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
দাঁত, মেডিসিন ও শিশু রোগীদের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে দলপা ইউনিয়ন ছাড়াও অন্যান্য এলাকা থেকে আগত রোগীরা বিশেষ করে হত দরিদ্র রোগীরা ভির জমায় এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন । নেত্রকোণা সদরের মানব সেবায় (প্রাঃ) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় শুধু চিকিৎসা সেবা নয়, কিছু ক্ষেত্রে ঔষধও বিতরণ করা হয় ।
জেলা ও দায়রা জজ ও বর্তমানে সিলেট বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ নিপুর ভাই নুরুন্নবী মোঃ টিপু বলেন, আমার মরহুম ছোট ভাইয়ের স্বরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ মানুষের জন্য । এ সত্যটুকু সবার মাঝে পৌঁছে দেয়া । তিনি আরো বলেন, এ ক্যাম্পের মাধ্যমে আমরা ২৯৭জনের সেবা দিতে পেরেছি । ভবিষ্যতে এটি চলমান থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন, বিচার বিভাগের
জেলা ও দায়রা জজ ও বর্তমানে সিলেট বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ নিপু, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ  মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, ডাক্তার, নার্স, সেবাগ্রহীতাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।