চন্ডিপুরে মৎসজীবী দলের পূর্নাঙ্গ কমিটি:সভাপতি -আঃরহিম আকন ও সাধারন সম্পাদক -হাসান শেখ। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫ পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের ২১ সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে। জানা যায় যে,গত ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে জিয়ানগর উপজেলা মৎসজীবী দল সব কিছু যাচাই-বাছাই করে ৫নং চন্ডিপুর ইউনিয়নে মৎসজীবী দলের সৎ ও যোগ্য ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি দেয়া হয়েছে। এই কমিটিতে যারা স্থান পেয়েছেন, মো:আ:রহিম আকন( মাঝো) -সভাপতি, মো:হাসান শেখ -সাধারন সম্পাদক,মো:আলম খান, মো:ইয়াকুব খান সহ সভাপতি,মো:আজিজুল মৃধা সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক, মো:হাফিজুল গাজী ও সুমন জোমাদ্দার সহ সাধারণ সম্পাদক, আল-আমিন মল্লিক সাংগঠনিক সম্পাদক, বাচ্চু ফরাজী সহ সাংগঠনিক সম্পাদক, আজিজুল শেখ দপ্তর সম্পাদক ও সেলিম খান সহ দপ্তর সম্পাদক, জিয়াউল ইসলাম শেখ প্রচার সম্পাদক ও বেল্লাল হাওলাদার সহ প্রচার সম্পাদক, রিপন শিকদার কোষাধ্যক্ষ ও লাভলু শিকদার সহ কোষাধ্যক্ষ সম্পাদক। হালিম হাওলাদার, রবিউল বাদশা,রাছেল মাতুব্বর,রবিউল শরীফ,জলিল খান, রতন মন্ডল প্রমুখ সদস্য।আঃরহিম আকন বলেন, জিয়ানগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল কমিটি দিয়েছেন। ন্যায় ও সততার সাথে সবাইকে নিয়ে মানুষের সবা বিশেষ করে আমাদের গরীব জেলেদের কল্যানে কাজ করবো-ইনশাআল্লাহ।। SHARES সারা বাংলা বিষয়: