নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এস.এস.সির বিদায় সংবর্ধনা ও ৬ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরন অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

মিরপুর উপজেলার প্রতিনিধি।।

মিরপুর উপজেলার নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৬ ফেব্রুয়ারী বিদ্যালয়ে ২৫ সালে অনুষ্ঠিতব্য এস. এস. সি পরীক্ষার্থীদের  বিদায় ও ৬ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরন  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মো: খন্দকার টিপু সুলতান সাবেক  চেয়ারম্যান,ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষ, মো নুরুল ইসলাম মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো সৈয়দ রুহুল আমিন প্রধান শিক্ষক নওদাপাড়া চৌদুয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়। প্রধান আলোচক উপস্থিত ছিলেন মো: এনামুল হক, আমলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক , সহকারী শিক্ষক মো টিক্কা খান, মো নঈম ইসলাম, মো সেলিম হোসেন, মো ওসমান গনী, মো সাইফুল ইসলাম, মোছা রাজিয়া সিদ্দিকা,মোছা রনক জাহান, আব্দুল লতিফ, মো নুরুল সাদিক, উপস্থিত ছিলেন খন্দকার আবদুল  আলিম সুরুজ সাবেক মেম্বার, মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান, মো বিল্লাল হোসেন সাবেক মেম্বার, মো আসাদুল ইসলাম মল্লিক, মো নাজমুল আলম,মো হাফিজুর রহমান, মো শাহিন ফকির, মো আরাফ আরাফ উদ্দিন মাষ্টার, খন্দকার জহুরুল ইসলাম,  কুরআন থেকে তেলায়াত করেন মোছা আন্না খাতুন , নবম শ্রেণির শিক্ষার্থী। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন,মো শফিকুল ইসলাম, অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের সার্বঙ্গীন মঙ্গল কমানা করেন বক্তাগণ।