রতন সরকার নামে এক ব্যক্তি পবিত্র ইসলাম ধর্মের প্রতি অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট প্রদান।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

জানা যায়,এতদসঙ্গে রতন সরকার (৬৫) পিতা মৃত ফনিভূষন সরকার গ্রাম বালিদিয়া এবং স্বত্বাধিকারী স্বপ্ন শিশু নিকেতন গ্রাম নলচিড়া ডাকঘর ফাতেমনগর থানা ত্রিশাল কতৃক গত  ২৫ – ২ – ২৫ ইং তারিখে তার ফেইসবুক আইডি থেকে মুসলিম নারীদের উত্তরাধিকার আইনের সমালোচনা করে একটি আপত্তিকর পোস্ট দেয় যা এতদসঙ্গে সংযুক্ত হরা হলো। পবিত্র কোরআন শরীফের আলোকে মোহামেডান আইনানুসারে বাংলাদেশে মুসলিম নারীদের উত্তরাধিকার তথা পিতার ওয়ারিশ প্রদান করা হয়ে থাকে। রতন সরকারের উক্ত পোস্ট পবিত্র কোরআন শরীফের অবমাননা এবং মুসলমান জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে যা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও সে আওয়ামী জাসদ লীগের রাজনীতিতে থাকা অবস্থায় যখন জুলাই বিপ্লব ঘটে তখন সে বৈষম্য বিরোধী আন্দোলনরত সকল ছাত্রদের বিভ্রান্ত করার লক্ষে উষ্কানি মূলক পোস্ট করে একই সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি থেকে প্রতি পদে পদে তিনি এসব নানাবিদ অপকর্মের সাথে জড়িত বর্তমানে এ ব্যাপারে জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের মাধ্যমে সবোর্চ্চ শাস্তি কামনা করছে।