বেলকুচিতে বিএনপি-র ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

মো: হাসান শেখ।।

বেলকুচিতে বিএনপি-র ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২-০৩-২০২৫ বুধবার বিকালে স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয়ের মাঠ চত্বরে বেলকুচি উপজেলা পৌর বিএনপি-র আয়োজনে ইফতার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপি`র সাবেক আহ্বায়ক হাজী আলতাব হোসেন । ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি-র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খাঁন আলিম। ইফতার ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা শাখার বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুঁইয়া। বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক সদস্য সচিব বনি আমিন। বেলকুচি উপজেলা বিএনপি`র সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার।বেলকুচি উপজেলা বিএনপি-র সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম। বেলকুচি পৌর বিএনপি`র সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম (শফি), পৌর বিএনপি’র অন্যতম আহবায়ক সদস্য মামুন হোসেন বরাদ, মুক্তার হোসেন, ছাত্রদলের সদস্য সচিব রিজন আহমেদ বিজয়, সহ বেলকুচি উপজেলা ও পৌর বিএনপি`র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।