সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দুই ছিন্তাই কারী মধ্যে একজন ধরা পড়লো চট্টগ্রাম হামজারবাগ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
বাবলু নন্দী।।

রাস্তায় প্রকাশ্যে রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের সময় দুই ছিন্তাই কারী  ভিডিও চিএ ধারণ করে এক ব্যক্তি। ষোলশহর দুই নম্বর গেট এলাকায় শনিবার ২২.৩.২০২৫ইং.এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশাসনের নজর  পড়ে। পরে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যক্তি (২৩ মার্চ)  ভোর ৪ টায় দিকে পাঁচলাই থানায়। গোপন খবরের মাধ্যমে পাঁচলাইশ থানার ওসি সুলাইমান  হামজারবাগ এলাকায় অভিযান চালিয়ে বেলা ৩:৩০ মিনিট ছিনতাইকারী দুই জনের মধ্যে একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ শাকিল আহমদ প্রকাশ সাজু (৪৮) , মৃত হাজী শাহ আলমের ছেলে। মোহাম্মদ শাকিল আহমদ প্রকাশ সাজুর নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে  পুলিশ। পলাতক আছে সাতকানিয়া পৌরসভার সমদ্দর পাড়া এলাকার আমির হামজার ছেলে মোহাম্মদ আলমগীর (৪৫) তার বিরুদ্ধে নাকি একাধিক মামলা আছে থানায়। তাকে ও ধরার অভিযান চলছে পাঁচলাইশ থানার ওসি সুলাইমান।