শ্রীনগরে দেওয়ানী মামলা চলমান জায়গায় রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫

শরিফুল খান প্লাবন।।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগ ঈদ গাঁ মাঠ সংলগ্ন বাসাইলভোগ মৌজাস্হিত সি এস খতিয়ান ৭৮০, ৭৮১ এস এ খতিয়ান ৪৬৭,৪৬৮,আর এস খতিয়ান ২৫,৩১। সি এস ও এস এ দাগ নং ৫২৩,আর এস দাগ নং ৩৯৭। রকম নাল, মোট পরিমাণ ৩৯ শতাংশ উহার হইতে ২৩.১৫ শতাংশ সম্প্রতি সংক্রান্ত মুন্সিগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত মুন্সিগঞ্জে দেঃমোঃ নং ৬১/২০১৭। রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে জায়গায় ভরাটের অভিযোগ উঠেছে ড্রেজার ব্যবসায়ী মিন্টুর বিরুদ্ধে। এ ব্যাপারে শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রফিকুল ইসলাম বলেন আমি ব্যবস্থা নিচ্ছি।