শ্রীনগরে দেওয়ানী মামলা চলমান জায়গায় রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে ভরাটের অভিযোগ উঠেছে

শরিফুল খান প্লাবন।।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বাসাইলভোগ ঈদ গাঁ মাঠ সংলগ্ন বাসাইলভোগ মৌজাস্হিত সি এস খতিয়ান ৭৮০, ৭৮১ এস এ খতিয়ান ৪৬৭,৪৬৮,আর এস খতিয়ান ২৫,৩১। সি এস ও এস এ দাগ নং ৫২৩,আর এস দাগ নং ৩৯৭। রকম নাল, মোট পরিমাণ ৩৯ শতাংশ উহার হইতে ২৩.১৫ শতাংশ সম্প্রতি সংক্রান্ত মুন্সিগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত মুন্সিগঞ্জে দেঃমোঃ নং ৬১/২০১৭। রাতের আঁধারে অবৈধ ড্রেজার দিয়ে জায়গায় ভরাটের অভিযোগ উঠেছে ড্রেজার ব্যবসায়ী মিন্টুর বিরুদ্ধে। এ ব্যাপারে শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রফিকুল ইসলাম বলেন আমি ব্যবস্থা নিচ্ছি।