মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটুর জন্য বেঁচে গেল দুই আদিবাসী দম্পতি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৪ মোঃ আল আমিন ইসলাম শান্ত,চিরিরবন্দর। চিরিরবন্দর ৬ নং অমরপুর ইউনিয়নের শান্তির বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটুর জন্য বেঁচে গেল দুই আদিবাসী দম্পতি। ঘটনাটি ঘটেছে চিরিরবন্দরের ৬ নং অমরপুর ইউনিয়নের শান্তিরবাজারে জননী উচ্চ বিদ্যালয় গেটের সামনে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী জানা যায় যে একটি বালুভর্তি ট্রাক কন্ট্রোল হারিয়ে রাস্তার বিপরীত পাশে চলে যায় এই চলে যাওয়াতে রাস্তার বিপরীতে থাকা একটি সাইকেলযোগে এক আদিবাসী দম্পতি ভাটাতে কাজ সেরে তারা নিজ বাড়িতে ফিরে যাচ্ছে, বাড়িতে ফিরে যাওয়ার আগে রাস্তায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এদের ঘটনায় তারা স্বামী স্ত্রী দুজনে আহত হয়। কিন্তু এ যাত্রায় বেঁচে যায় স্ত্রী কিন্তু তার স্বামীর একটি পা ভেঙে যায়। এলাকাবাসী বলে অদক্ষ ড্রাইভার এর কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকে। ট্রাক মালিক পাশের গ্রামের কাপড় ব্যবসায়ী খাদেমুল বলেন দুর্ঘটনা যতই ছোট হোক কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে আমার অদক্ষ চালকের কারণে। আহত ব্যক্তিদের কে দ্রুত ভ্যানযোগে হসপিটালে পাঠানো হয়, পরে আমি ট্রাক মালিক খাদিমুল হসপিটালে নিজে গিয়ে আহত রোগীকে দেখে আসি। তাদের সব খরচ বহন করি, এবং তাদের যে সাইকেলটি অ্যাক্সিডেন্ট হয়ে, ভেঙে গেছে সেই সাইকেল কিনে দিতে চাই। এদিকে গ্রাম্য পুলিশ এবং এলাকার মেম্বার এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ সেখানে উপস্থিত ছিল তারা দ্রুত দুই আদিবাসী দম্পতিকে বাঁচানোর চেষ্টা করছে তাই এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ৬ নং অমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাজী ইকবাল হোসেন। SHARES সারা বাংলা বিষয়: