শেরপুরে ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় কৃষক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মে ৮, ২০২৫
মোঃ মুরাদ মিয়া ।।
চলতি মৌসুমে শেরপুর জেলার বিভিন্ন অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পরও বাজারে ধানের দাম তুলনামূলকভাবে কম থাকায় কৃষকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন কৃষকরা জানান, এবার প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ধান ভালই হয়েছে। কোথাও কোথাও প্রতি বিঘায় ২০-২২ মণ পর্যন্ত ফলন হয়েছে। কিন্তু বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১০০০ টাকা থেকে ১০৫০ টাকার মধ্যে, যেখানে উৎপাদন খরচ পড়েছে প্রায় সমপরিমাণ বা তার বেশি।
লতারিয়া ও সন্ন্যাসীরচর  গ্রামের কয়েকজন কৃষক
বলেন, “এবার ধান ভালো হয়েছে ঠিকই, কিন্তু বাজারে দাম নাই। বীজ, সার, কীটনাশক আর শ্রমিকের খরচ জোগাতে পারতেছি না।” অন্যদিকে, কৃষি অফিস বলছে, সরকার নির্ধারিত ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, তবে সেই ধান সংগ্রহ এখনো পুরোপুরি চালু হয়নি, আর সেটি সব কৃষকের নাগালেও পৌঁছায় না। অনেক কৃষক বলেন, সরকার যে দামে ধান কিনছে, সেটা মধ্যস্বত্বভোগীরা পাচ্ছে, কৃষকরা নয়।
বিশেষজ্ঞরা বলছেন, কৃষকের উৎপাদন খরচের তুলনায় বাজারদর নিশ্চিত না করা গেলে ভবিষ্যতে ধান চাষে আগ্রহ হারাতে পারেন অনেকেই। এতে খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
সরকারি সহযোগিতা, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা এবং বাজার মনিটরিং বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা।