নাটোর জেলার লালপুরের দুই গ্রামে গলায় ফাঁস দিয়ে দুই তরুণী’র আত্মহত্যা করেছে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, মে ১৮, ২০২৫ মোঃ শাহ্ জালাল মাসিম ।। নাটোর জেলার লালপুরের দুই গ্রামে গলায় ফাঁস দিয়ে দুই তরুণী’র আত্মহত্যা করেছে। শনিবার(১৭ মে) শেষ রাতে এ উপজেলার রামানান্দপুর গ্রামে ও শুক্রবার(১৬ মে) বিকাল প্রায় ৫ টার সময় কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তাদের একজনের পরিচয় হল, রামানান্দপুর গ্রামের মোঃ বুদ্দু’র স্ত্রী মেরি (৪১) ও কাজীপাড়া গ্রামের মোঃ সবুজ আলীর মেয়ে তুলি (১৫ )। এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী জানা গেছে যে , শুক্রবার বিকালের দিকে পিতা-মাতার উপর অভিমান করে নিজ শয়নকক্ষের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অপরদিকে, রাতে পারিবারিক কলহের জেরে মেরি বাদামী গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য তাদের মৃতদেহ মর্গে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: