বাল্যবিবাহ রোধে সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দুই নাবালিকার বিয়ে বন্ধ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫
 এইচ এম হক চৌহালী ।।
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দুই নাবালিকার বাল্যবিবাহের আয়োজন ভেস্তে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ঘোড়জান ইউনিয়নের চরজাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
জানা গেছে, একই গ্রামের পাশাপাশি দুটি বাড়িতে নবম শ্রেণির দুই শিক্ষার্থীর বিয়ে আয়োজন করা হয়েছিল। বরযাত্রীরাও ইতোমধ্যে বিয়ে বাড়িতে পৌঁছে যায়। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান ইউএনও মো. মোস্তাফিজুর রহমান।ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান, কনের পরিবারের পক্ষ থেকে জন্মনিবন্ধন সনদ জাল করে বয়স বাড়িয়ে দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুই বিয়েই তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেন তিনি।
এসময় দুই পরিবারের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, যাতে কন্যারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না। একইসাথে মেয়েদের নিয়মিত পড়াশোনা চালিয়ে নেওয়ার নির্দেশনাও প্রদান করেন ইউএনও।
অভিযানে উপস্থিত ছিলেন চৌহালী থানার উপপরিদর্শক এসআই সোয়েবুর ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউপি সদস্য, থানা পুলিশ ও আনসার সদস্যরা।ইউএনও মো. মোস্তাফিজুর রহমান জানান, “বাল্যবিবাহ একজন কিশোরীর জীবনে বড় ধরনের স্বাস্থ্য ও সামাজিক ঝুঁকি তৈরি করে। আমরা সরকারি আইন অনুযায়ী বাল্যবিবাহ বন্ধে কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতে কেউ বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বাল্যবিবাহ রোধে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। কোথাও এ ধরনের আয়োজনের খবর পেলে দ্রুত উপজেলা প্রশাসন বা নিকটস্থ থানাকে জানানোর জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি।”