এস এস সি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে অনামিকা দেবনাথ প্রথম দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ রিপন সরকার।। শিক্ষাই জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সে- জাতি তত বেশি উন্নত। এসএসসি পরীক্ষায় সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়েছে কুমিল্লার অনামিকা দেবনাথ। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার সর্বমোট ১৩০০ নম্বর এর মধ্যে ১২৬৪ নম্বর পেয়ে কুমিল্লার শিক্ষা বোর্ডের সাফল্য বয়ে এনেছে অনামিকার দেবনাথ। সে ফেনী গার্লস ক্যাডেট থেকে বিজ্ঞান বিভাগে এস এস সি পরীক্ষার্থী ছিল। ফলাফল অনুযায়ী কুমিল্লা শিক্ষা বোর্ডের এখন পর্যন্ত এটি সর্বোচ্চ নম্বর। অনামিকা দেবনাথ কুমিল্লা মহানগরী দিগম্বরতলা এলাকার বাসিন্দার। তার বাবা দিলীপ কুমার দেবনাথ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার, ও মা বিনা রানী দেবনাথ কুমিল্লা সদর উপজেলার ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। যদিও কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক পক্ষ বলছে বোর্ড থেকে প্রথম – দ্বিতীয়, নির্ধারণ করা হয় না। শিক্ষার্থীরা নিজেদের মতো করে নম্বর বের করে , নিজেরাই যাচাই করে নেয়। গত ১০ই জুলাই এস এস সি পরীক্ষার প্রকাশিত ফলাফলে কুমিল্লা বোর্ডে এ বছর পাশের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ । এ বছর পরীক্ষা অনামিকা দেবনাথ কুমিল্লা বোর্ডে, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এস এস সি পরীক্ষায় অংশ নেয় । সে প্রত্যেকটি পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কুমিল্লা বোর্ডে ১২৬১ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাসনুভা ইসলাম তোহা। অনামিকা দেবনাথ কাছে জানতে চাইলে,সে বলে তার ফলাফলের মূল -বিদ্যালয় এর শিক্ষকদের পাঠদান এবং বাবা মায়ের পরিশ্রম নিজের পড়াশোনার প্রতি আগ্রহ। এই ছিল তার শিক্ষার মূল চালিকাশক্তি। নিয়মিত ক্লাস করেছি, শিক্ষকদের কথামত সঠিক ভাবে পড়াশোনা করতে সক্ষম হয়েছি। বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করেছি। অনামিকা দেবনাথের মা বিনা রানী দেবনাথ বলেন, আমাদের মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। ফেনী স্কুলের শিক্ষক থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের অবদানের কারণেই তার ভালো ফলাফল সম্ভব হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা-নাছরিন বলেন,শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার প্রথম -দ্বিতীয় স্থান নির্ধারণ করা হয় না । মার্কশিট থেকে তাদের মোট নম্বর যোগ করে, তার ভিত্তিতে ফলাফল বের করে নেয় শিক্ষার্থীরা । ভালো শিক্ষা সব সময়ই সবার মনকে নাড়া দে। প্রত্যেক শিক্ষার্থীর উচিত ভালোভাবে পড়াশোনা করে, বাবা -মায়ের মুখ উজ্জ্বল করা এবং দেশ ও সমাজের উন্নতি সাধন করা SHARES সারা বাংলা বিষয়: