এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশালমিছিলওঅবস্থান কর্মসূচী অনুষ্টিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ মোঃ রেজাউল ইসলাম।। গত কাল বুধবার সন্ধ্যা ৭টায় “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন” উলিপুর উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সম্প্রতি এনসিপির (ন্যাশনাল কমিউনিস্ট পার্টি) এক শান্তিপূর্ণ সমাবেশে ঘটে যাওয়া বর্বরোচিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।মিছিলটি শুরু হয় উলিপুর মসজিদুল আদালত গেট থেকে। সেখান থেকে মিছিলটি অগ্রসর হয় উলিপুর থানা মোড় পর্যন্ত, এরপর উলিপুর পোস্ট অফিস মোড় হয়ে শহীদ মিনার অতিক্রম করে পুনরায় মসজিদুল আদালত গেটের সামনে এসে শেষ হয়।সমাপনী বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ রাকিব হাসান ও নাজমুল আল হাসান বলেন, “গণতান্ত্রিক অধিকারকে রক্তাক্ত করার যে অপচেষ্টা হয়েছে, তার বিরুদ্ধে দেশের প্রতিটি সচেতন ছাত্র ও নাগরিককে রুখে দাঁড়াতে হবে।”মিছিলে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখবে। SHARES সারা বাংলা বিষয়: