স্বপ্ন পূরণ, নজরুল বিশ্ববিদ্যালয়ে চান্স পেল শেরপুরের ছেলে সিয়াম দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫ অনেক প্রতিকূলতা আর পরিশ্রমকে জয় করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সিয়াম। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই মাইলফলক তাকে নিয়ে গেছে স্বপ্নের আরেক ধাপে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও পরিবারের সহযোগিতায় সে দেশের অন্যতম স্বনামধন্য এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থান করে নিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় শেরপুর সদর উপজেলার শেখহাটি মহল্লার সরকারি চাকুরীজীবি পিতার ছেলে মোঃ কামরুল হাসান সিয়াম এসএসসি 4.86 ( বিজ্ঞান বিভাগ) /২০২১ ( রেহানা ইদ্রিস মডেল একাডেমি থেকে) এইচএসসি – 4.71 (বিজ্ঞান বিভাগ) /২০২৩ ( শেরপুর সরকারি কলেজ থেকে) পাশ করে ২০২৪-২৫ সেশনে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৭২.৫ মার্কস পেয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিয়াম বলেন- ভবিষ্যতে একজন ভালো আইনজীবী হওয়া, মানুষকে আইনী সহায়তা দেওয়া, মানুষের পাশে থাকা। সিয়াম জানায়, “আমি সবসময় চেয়েছি নিজের যোগ্যতা প্রমাণ করতে। আজকের এই সাফল্য আমার পরিবারের, শিক্ষকদের এবং যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন তাদের সবার।” এই অর্জনের খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সবার একটাই প্রত্যাশা—সিয়াম একদিন দেশের গর্ব হয়ে উঠবে।চান্স পাওয়াতে পরিবারের সদস্যরা সহ এলাকার সবাই আনন্দিত। রিফাত খান ।। SHARES সারা বাংলা বিষয়: