ভাঙ্গায় জরাজীর্ণ সড়ক-যানবাহন চলাচলে গ্রাম্য রাস্তা ভোগান্তি সৃষ্টি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী সৈয়দ আলী মেম্বার এর বাড়ির থেকে আউড়ামাঠ হইতে পূর্ব সদরদী গ্রাম্য এলাকার ইটের সংযোগ সড়কটি যানবাহন চলাচল দীর্ঘদিন যাবৎ প্রায় বন্ধ রয়েছে।পূর্ব সদরদী ৩ নং ওয়ার্ড থেকে সাবেক সৈয়দ আলী মেম্বার এর বাড়ির সামনে থেকে আউড়ামাঠ হইতে দুই কিলোমিটার এলাকায় গ্রাম্য সড়কটির কাদামাটি কারনে বেহাল অবস্থা হয়। সংকীর্ণ সড়কটির ইট উঠে গিয়ে এখন অবশিষ্ট কাদামাটি ও গর্তের সৃষ্টি হয়েছে।এখন অটোরিকশা অটো ভ্যান চলাচল বন্ধ রয়েছে । অথচ প্রতিদিন এখান দিয়ে শত শত মানুষ বাবলাতলা হাটে ও পূর্ব সদরদী ছাত্র ছাত্রীরা স্কুল ও মাদ্রাসায় যাওয়া আসা করেএবং কৃষি পুন্য হাটবাজারে বিক্রি জন্য ব্নিয়ে যায় তারা বর্তমানে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই একমাত্র যাতায়াত রাস্তাটি এখন মরণ ফাঁদ পৌরনীতি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায় , দুই বছর আগে রাস্তাটির ইট বিছানোর কাজ চলমান ছিল ৫ আগস্টে পর থেকে হঠাৎ রাস্তাটি কাজ বন্ধ হয়ে যায়। এখন গ্রাম্য রাস্তা দিয়ে যানবাহন চলাচল একবারই চলাচলের অন উপযোগী হয়ে পড়েছে।এলাকাবাসী দাবি করে দ্রুত ইট বিছানোর কাজ করে রাস্তাটি চলার উপযোগী করলে স্থানীয় জনগন এই রাস্তা দিয়ে অটো ভ্যান ও রিক্সা করে মালামাল নিয়ে চলাচল করতে পারবে এবং এলাকাবাসী ভোগান্তি থেকে জনগণের পরিত্রাণ পাইবে। SHARES সারা বাংলা বিষয়: