সোনালী লাইফ পিএলসি , সাঘাটা মেট্রোয় অনুষ্ঠিত হয়েছে প্রয়াত গ্রাহক সুবাস চন্দ্র এর মৃত্যু দাবির

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

ইমন মিয়া ।।

উক্ত চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

মোঃ নাজমুল হোসেন

ব্রাঞ্চ ম্যানেজার , সোনালী লাইফ পিএলসি

সভাপতিত্ব করেন-

মোঃ গোলাম রব্বানী

ইউনিট ম্যানেজার ও অফিস ইনচার্জ “সাঘাটা মেট্রো”সোনালী লাইফ পিএলসি

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,

সোনালী লাইফ এর ফিন্যান্সিয়াল এডভাইজার

কে.এম স্বপন আলী

মোঃ কামরুল হাসান

মোঃ সানোয়ার হোসেন সহ আরো অনেকে।

উক্ত আলোচনা সভায় ,

ইউনিট ম্যানেজার গোলাম রব্বানী বলেন ,

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কখনোই তাদের ওয়াদা ভঙ্গ করেন না, সোনালী লাইফ ১-৭ দিনের মধ্যে সকল প্রকার দাবী পরিশোধ করেন, তারই ধারাবাহিকতায় সুবাস চন্দ্র এর অকাল মৃত্যুতে কাগজপত্র জমা দেওয়ার মাত্র ৪ দিনের মধ্যে সোনালী লাইফ তার নমিনিকে ১,৩২,৩২০/- টাকা প্রদান করেন।

সোনালী লাইফ গ্রাহক সেবার মাধ্যমে দ্রুত এগিয়ে চলেছে , আগামীতে সোনালী লাইফ হবে দেশের ১ নম্বর লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

প্রধান অতিথির আলোচনায় ,

ব্রাঞ্চ ম্যানেজার নাজমুল হোসেন বলেন –

বিশ্বব্যাপী ইন্স্যুরেন্স ব্যাপক গ্রহণযোগ্যতা পেলেও বাংলাদেশে তা এখনও নিশ্চিত হয়নি, কারণ হিসেবে তিনি বলেন অতীতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো গ্রাহকের দাবি সঠিক সময়ে পরিশোধ করতো না, যার ফলে গ্রাহকরা অসন্তুষ্ট থাকতো ।

কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠালগ্ন থেকেই ১-৭ দিনের মধ্যে দাবী পরিশোধ করে চলেছে, আজ পর্যন্ত কোথাও এর ব্যত্যয় ঘটেনি ।

সোনালী কে অনুসরণ করে বাংলাদেশের অন্যান্য লাইফ ইন্স্যুরেন্স গুলো গ্রাহক সেবার মান বৃদ্ধি করবে বলে আমি আশা করি।

প্রয়াত গ্রাহক সুবাস চন্দ্র এর স্ত্রী মিনতি রানি বলেন ,

সোনালী লাইফ ইন্স্যুরেন্স এ আমার স্বামীর পলিসির টাকা আমি সঠিক সময়ে পেয়েছি, আমার কোন হয়রানি হয়নি , শুধুমাত্র ব্যাংক এ গিয়ে টাকা তুলে নিয়ে আসছি, কামরুল ভাতিজা সব কিছু করেছে।

আমাদের তিনটা সন্তানকে এতিম করে আমার স্বামী চলে গেছেন, এই টাকা পাওয়ায় আমার অনেক উপকার হয়েছে ।