হিন্দু যুবকের বাসায় মুসলিম যুবতীর অনশন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম ।। হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজার শ্রী গুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেব এর ছেলে বাসুদেব এর বাসায় বিয়ের দাবিতে এক মুসলিম যুবতী অবস্থান নিয়েছে। শনিবার ( ৪ অক্টোবর) বিকেলে শহর জুড়ে জানাজানি হলে ঘটনাটি চাঞ্চলের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃন্দাবন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী উপজেলার রানীগাঁও ইউনিয়নের সিরাজ মিয়ার কন্যা মারজিয়া আক্তার ( ১৯) চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজারের শ্রীগুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসুদেব দেবের সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। এ সম্পর্ক শারীরিক সম্পর্কে রূপ নেয়। বাসুদেব বিয়েতে অস্বীকৃতি জানালে মারজিয়া সরাসরি প্রেমিকের বাসায় গিয়ে অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে তার বাসায় লোকজনের ভিড় জমে যায়। উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। মারজিয়া আক্তার অভিযোগ করে বলেন, আমি বাসুদেবের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছি। আমাদের সম্পর্কের ভিত্তিতে আমি এখন দেড় মাসের অন্তঃসত্ত্বা। অথচ এখন সে বিয়েতে রাজি হচ্ছে না। এটা আমার সঙ্গে প্রতারণা। অন্যদিকে বাসুদেবের বাবা গোপালের পক্ষ থেকে বলা হয় যদি প্রমাণিত হয় তাহলে আমার ছেলে অবশ্যই তাহাকে গ্রহণ করবে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার জন্য সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু এবং চুনারুঘাট থানার দায়িত্বে (ওসি তদন্ত)মোঃ আল আমিন এবং জামায়াত সেক্রেটারি মীর সাহেব আলী মধ্যস্থায় ৭দিন এর মধ্যে বিষয়টি প্রক্রিয়াগতভাবে সমাধান করবেন বলে আশ্বাস দেন।এসম উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ সভাপতি ইসমাইল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট এর সভাপতি সারোয়ার নেওয়াজ শামীম, সাংবাদিক সুলতান, সুমন,নাসির,মাসুদ,জসিম প্রমুখ। পরে পুলিশের মাধ্যমে তরুণী কে তাহার পরিবারের নিকট পৌছানো হয়। প্রেমিক বাসুদেব পলাতক। SHARES সারা বাংলা বিষয়: