বগুড়া সদরে নূনগোলা ইউনিয়নে তালুকদার পাড়ায় ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫ মোঃ আবু সাঈদ।। আজ বগুড়া সদরের নূনগোলা ইউনিয়ন তালুকদার পাড়া গ্রামের মোঃ জহুরুল ইসলাম মিতা মোঃ মোখলেছার মল্লিক গ্রাম মালিগাছা, পাইকড়, কাহালু, বগুড়া কে বা কাহারা গত রাতে তাকে নিসংস ভাবে হত্যা করেছে তিনি তালুকদার পাড়া মামা শাহিনুরের বাড়িতে বসবাস করতেন সকালে স্হানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর পরে সদর থানা ওসি মোঃ হাসান বসির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হানে আসেন এবং লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়। SHARES সারা বাংলা বিষয়: