ধোবাউড়ায় বালুবাহী ট্রলারে রনসিংহপুর রাবার ড্রাম ক্ষতিগ্রস্থ,ভ্রাম্যমান আদালতের অভিযানে ট্রলার জব্দ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৪ মোশাররফ হোসেন সাগর।ময়মনসিংহের ধোবাউড়ায় গামারীতলা ইউনিয়নের রংসিংহপুর রাবারড্রামটি বালুবাহী ট্রলারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেতাই নদীতে কম পানি থাকার পরও বালুবাহী বড় ট্রলার রাবারড্রামের উপর দিয়ে নিয়ে স্থানীয় কয়েকজন বালু ব্যবসায়ী।এতে রাবারড্রামের পানি আটকানোর টিউবটি ছিড়ে যায়।এতে বড় ক্ষতির মুখে পড়ছে রাবারড্রামটি। এ ঘটনার খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। ড্রেজার ও বালুবাহী ৪ টি ট্রলার জব্দ করা হয়।স্থানীয়রা জানান, অবৈধ উপায়ে গতকিছুদিন ধরে বালু নিয়ে যাচ্ছেন স্থানীয় বালু ব্যবসায়ীরা। অনেকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। নৌকার মালিক বিষয়ে তদন্ত চলছে।এই রাবার ড্রামের মাধ্যমে কৃষকের সেচের ব্যবস্থা করা হয়।দ্রুত মেরামতের উদ্যোগ না নিলে ক্ষতির মুখে পড়বেন কৃষক। SHARES সারা বাংলা বিষয়: