পঞ্চগড়ে ২০০ পিস ভারতীয় ইনজেকশন সহ মাদক কারবারি আটক ১ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪ শাহিনুর রহমান ।। পঞ্চগড় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফুল হক ও সহকারি উপপরিদর্শক মোঃ রেজওয়ানুল হক এর নেতৃত্বে ১0 জনের একটি রেডিং টিম ৩/১১/২৪ইংরোজ রবিবার ১-৩০ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদর থানাধীন রামেরডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল জলিল পিতা-মৃত আব্দুল্লাহ এর বসত বাড়ি ঘেরাও করে। এ সময় আব্দুল জলিল তাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। চৌকস ফোর্সদের সহযোগিতায় বসতবাড়ির উঠানেই আটক করা হয়।এ সময় স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে শোয়ার ঘর তল্লাশি করে খাটের নিচে শপিং ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবৈধ ভারতীয় মাদকদ্রব্য cupigesie Buprenorphine Injecton ২০০শত এ্যাম্পুল উদ্ধার করা হয় এ সময় আব্দুল জলিল কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) সারণীর ৮(গ)ধারায় পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক মোঃ আশরাফুল হক বাদী হয়ে এজাহান দায়ের করেন। SHARES সারা বাংলা বিষয়: