নাটোরের সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন; ২০ হাজার টাকা জরিমানা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪ মোঃ সৈকত হোসেন ।।নাটোরের সিংড়ায় ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত শুক্রবার (১৩ ডিসেম্বর ) বেলা এগারোটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের ভূইয়া মাসিন্দা গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম।দণ্ডপ্রাপ্ত মোঃ ওয়াজেদুল ইসলাম (৩৫) ভূইয়া মাসিন্দা গ্রামের লুতফর রহমানের ছেলে।জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রি ও ফসলী জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। SHARES সারা বাংলা বিষয়: