কেন্দুয়ায় গীতিকাব্য ‘পড়শি বাড়ি’র মোড়ক উন্মোচন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫
কোহিনূর আলম।।
কোহিনূর আলম,নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আধ্যাত্মিক গীতিকাব্য ‘পড়শি বাড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে ।
রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় । গ্রন্থটির লেখক কবি মির্জা রফিকুল হাসানের ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডা। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে এই অঞ্চলের (কেন্দুয়া) লোকসাহিত্য সমৃদ্ধ। তার বড় প্রমাণ এখানকার চন্দ্রকুমার দে। তাঁর সংগ্রহ করা ময়মনসিংহ গীতিকা বিশ্বের অন্যতম একটি লোকসাহিত্যের গ্রন্থ। এই অঞ্চলের লোকসাহিত্যের টানে দেশি বিদেশী অনেক বরেণ্য লোকজন এখানে ছুটে এসেছেন। এখনও আসছেন। এখানকার মানুষ সবাই কবি ও শিল্পী।
তিনি আরো বলেন, এখানকার লেখকরা সূফিরিজমের সাথে প্রকৃতিকে মিশিয়ে চমৎকার সব গান-কবিতাসহ বিভিন্ন সাহিত্যকর্ম সৃষ্টি করতে পারেন। যা অনেকটাই বিরল। তাঁদেরই একজন মির্জা রফিকুল হাসান। তাঁর আধ্যাত্মিক গীতিকাব্য পড়শি বাড়ি এরই বাস্তব একটি উদাহারণ। তিনি পড়শি বাড়ি বইয়ের প্রতিটি গানেই চমৎকার ছন্দের বুনন, মাত্রা ও তাল-লয়ের পরিচয় দিয়েছেন। মূলত স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক স্থাপন এবং স্রষ্টাকে পাওয়ার জন্য সৃষ্টির যে আকুলতা- এসব বিষয়ই চমৎকারভাবে ফুটে উঠেছে পড়শি বাড়ি আধ্যাত্মিক গীতিকাব্যে।
কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. লুৎফর রহমান ভূঞার সভাপতিত্বে ও চর্চা সাহিত্য আড্ডার সমন্বকারী রহমান জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উদীচীর সভাপতি, লোকগবেষক-নাট্যকার রাখাল বিশ্বাস, লোকজ সংগ্রহশালা ও গণগন্থাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাস উদ্দিন ভূইয়া ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম কাজল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লোকশিল্পী ও গবেষক আবুল বাসার তালুকদার, কলেজ শিক্ষক ফারুক আহমেদ তালুকদার, সূফিসাধক বকুল ভাণ্ডারী, কবি শাহাবুল কাদির ভূঞা, কবি ও শিক্ষক মাহবুবা খান দীপান্বিতা, উচীদীর সম্পাদক মহিউদ্দিন সরকার, লোকশিল্পী ওয়ালীউল হক, কবি ও শিল্পী মোহাম্মদ আশরাফুল আলম, কবি আব্দুল ওয়াদুদ, কণ্ঠশিল্পী আনিসুর রহমান সাগর, বাউল শিল্পী মুকুল সরকার, উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সম্পাদক কায়সার তালুকদার, কবি কাউসার হোসেন জানু, খাঁন কাশেম, মনিরুজ্জামান রাফি ও জুলাই যোদ্ধা সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাসাম।
উল্লেখ্য, কেন্দুয়া পৌরশহরের শান্তিবাগ মহল্লার বাসিন্দা কবি মির্জা রফিকুল হাসান ১৯৪৯ সালের ১৩ জুলাই জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন তালিকাভুক্ত গীতিকার এবং স্থানীয় সাহিত্য সংগঠন চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা। দীর্ঘ সময় যাবত তিনি সাহিত্য ও সূফিসাধনায় নিয়োজিত রয়েছেন। এরইমধ্যে তাঁর রচিত গান নিয়ে ‘অচিন পাখি’, ‘বিরহ গীতি’ ও ‘পড়শি বাড়ি’সহ ৪টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের অমর একুশে বইমেলায় ১০২টি গান নিয়ে অতল প্রকাশ থেকে প্রকাশিত হয় তাঁর আধ্যাত্মিক গীতিকাব্য পড়শি বাড়ি বইটি।