দেড় যুগ পর কুড়িগ্রাম জেলায় জামায়েত ইসলামী বাংলাদেশের কর্মী সভা অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ মহসিন কামাল।। দেড় যুগ অর্থাৎ প্রায় ১৮ বছর পর কুড়িগ্রাম জেলায় আমীরে জামায়েত এর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো কর্মী সন্মেলন ২৪.০১.২৪ ইং সকাল ০৯ঃ০০ ঘটিকায় প্রধান অতিথি আমীরে জামায়েত ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে মুল আলোচনা শুরু হয় বক্তব্য রাখেন আমীরে জামায়েত তিনি বলেন এদেশে ইসলামি শাসন ব্যবস্থা চালু হলে বন্ধ হবে অন্যায়,অবিচার,সুদ,ঘুষ,চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড। ন্যায্যতার ভিত্তিতেই জনগন পাবে তাদের সু-সম বন্ঠন,সুষ্ঠু বিচার,শাসন ব্যবস্থায় থাকবেনা কোন অনিয়ম ।আল্লাহ তালা যদি চান এবং আমাদের কে দয়া করে ক্ষমতা দেন প্রেসিডেন্ট প্রধান মন্ত্রীর মুখ দেখে কোন এলাকার উন্নয়ন হবেনা উন্নয়ন হবে ন্যায্যতার ভিত্তিতেই। কুড়িগ্রাম জেলা একটি অবহেলিত সীমান্তবর্তী অ-উন্নত এলাকা এখানে চিকিৎসা সেবার কোন উন্নত ব্যবস্থা নাই,বিশ্ববিদ্যালয় নাই,নামে মাত্র একটি কৃষি বিশ্ববিদ্যালয় তার কোন ক্যাম্পাস নাই,দরিদ্র জনগণের সংখ্যা অনেক তাদের কোন কর্মসংস্থানের সু-ব্যবস্থা নাই ইনশাআল্লাহ আমরা যদি দেশ পরিচালনার ভার পাই তবে সবার আগে কুড়িগ্রাম জেলা সহ কুড়িগ্রামের মত সকল অ-উন্নত জেলাকে মডেলে রুপান্তরিত করবো। এর আগে সকাল ০৭ঃ০০ টা থেকে বক্তব্য রাখেন জেলা ও সকল উপজেলা জামায়েত ইসলামি সভাপতি, সেক্রেটারী ও অন্যান্য নেতা কর্মি বৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: