চান্দিনায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের গাছ কেটে ফেলা হলো দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫ খোকা চৌধুরী।। কুমিল্লার চান্দিনায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের জমিতে লাগানো লাউগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গিয়েছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ২৪ জানুয়ারি (শুক্রবার) উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। সরেজমিন পরিদর্শন ও থানার অভিযোগ সুত্রে এ তথ্য জানা গিয়েছে । এ বিষয়ে চান্দিনা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী আলী আশরাফ মিয়াজী বলেন, দীর্ঘদিন ধরে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিয়ে রুহুল আমিন. আবুল মোল্লা, ফরিদ মোল্লা, কাদের মোল্লা, আনিছ মোল্লা,রাব্বিদের সাথে বিরোধ চলছিল। এই নিয়ে এলাকায় একাধিকবার শালিশ বৈঠক হলেও শালিশের রায় অমান্য করে, তারা আলী আশরাফ মিয়াজীর উপর নির্যাতন করে। আলী আশরাফ মিয়াজী আরো বলেন,তারা বিভিন্ন সময় আমাদের হুমকি ধামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। বুধবার(২২জানুয়ারী )সকালে গিয়ে দেখি আমার দেওয়া জমিনে বেড়া নাই,বিবাদীগন আমার বেড়া ভেঙ্গে তাদের বাড়িতে নিয়ে গেছে, আমার জমিনের মাটি কেটে নিয়ে রাস্তা তৈরি করছে, আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারধর করে। আমি ডাক চিৎকার করিলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।সর্বশেষ বৃহস্পতিবার( ২৩ জানুয়ারী) আমার জমির লাউ গাছ কেটে ফেলে। পরচঙ্গা গ্রামের মাসুম বিল্লা, রফিক, খোরশেদা ও মহিচাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আফাজুদ্দিন সরকার বলেন, আলী আশরাফ মিয়াজীর জমির মাটি কেটে নিয়ে,জমির উপর দিয়ে রাস্তা করা, এই নিয়ে মূলতা হামলা, মামলা গাছ কাটার ঘটনা ঘটতে পারে। আমাদের বলার কিছু নাই যেহেতু থানায় মামলা হয়েছে, প্রশাসন তদন্ত করে বলতে পারবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। তবে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! এ ব্যাপারে জানতে, অভিযুক্ত রুহুল আমিন. আবুল মোল্লা, ফরিদ মোল্লার,সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: