সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়নে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫
কবীর আহমেদ। ।  জামাালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিংনা ইউনিয়ন শাখায় কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) পিংনা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুপুর ২ টা ৩০ মিনিটে উক্ত ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন পিংনা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলার কৃতি সন্তান জেলা সেক্রেটারী এডভোকেট আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহঃ সেক্রেটারী মাওলানা নুরুল হক জামালী, সরিষাবাড়ী উপজেলা শাখার আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ মনির উদ্দিন, সাবেক উপজেলা সেক্রেটারী অধ্যাপক গোলাম কিবরিয়া, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ হানিফ উদ্দিন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য  অধ্যাপক শামীম হোসাইন সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা অর্থ সম্পাদক আক্ন্দ মোঃ সেকান্দার আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তারুজ্জামান সোহাগ, পৌর আমীর গোলাম রব্বানী, পৌর সেক্রেটারী মাওলানা আহম্মদ আলী, আওনা ইউনিয়ন শাখার আমীর মোঃ রফিকুল ইসলাম বিএসসি, সেক্রেটারী আহনাফ হাসান বাপ্পী, মহাদান ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি তার  বক্তবে বলেন, “শোষন ও দূর্নীতি মুক্ত একটি আদর্শ দেশ গঠনে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই। এ জন্য রাষ্ট্রের সকল স্তরে অসৎ নেতৃত্বকে সরিয়ে সৎ, নিষ্ঠাবান ও আল্লাহ ভীরু নেতা নির্বাচন করতে হবে। আপনাদের মূল্যবান ভোট তাকেই দিবেন যে এসব গুনাবলীর অধিকারী। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। পতিত ফ্যাসিস্ট যেন আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে দল মত নির্বিশেষে সজাগ থাকাতে হবে।” এছাড়া অন্যান্য বক্তারা আল্লার বিধান বাস্তবায়নে দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। উপস্থিত কর্মীদের জিজ্ঞেস করা হলে তারা সমাবেশে এসে উৎফুল্লতার কথা জানান এবং সামনের নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করা জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।