চৌধুরীহাট গাজী টাওয়ারে Trendy Shop এর যাত্রা শুরু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ মোহাম্মদ মহিউদ্দিন। । দেশি এবং বিদেশি উন্নত কোয়ালিটির জেন্টস আইটেম নিয়ে চট্টগ্রামের হাটহাজারী চৌধুরীহাট আল গাজী টাওয়ারের প্রথম ফ্লোরের ১০৬ নং দোকানে Trendy Shop এর যাত্রা শুরু হয়েছে, শুক্রবার (৩১শে জানুয়ারি) বিকাল ৪টায় মিজানুর রহমান এবং সানজিদা আলম এর উপস্থিতিতে ফিতা কেটে শোরুম উদ্বোধন করা হয়। এ সময় তারা জানান, পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতিটি প্রোডাক্টের উপর থাকছে ১০০ টাকা ক্যাশব্যাক যা অবিশ্বাস্য অফার এবং সেই সাথে কাস্টমারদের কথা চিন্তা করে আমরা পণ্যের গুণগত মানে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। শোরুমের জিএম মো. রাইছুল ইসলাম জানান, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো কাস্টমারদের কে সেক্রিফাইস করার জন্য দেশ এবং দেশের বাইরের ভালো মানের প্রোডাক্টগুলো আমরা রাখবো, আমাদের এই শোরুমটিতে একবার হলেও ঘুরে যাবেন, গাজী টাওয়ারের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় লটারি ২০০ টাকা কেনা কাটা করলে আপনি ও হতে পারেন ১ম পুরস্কারের মালিক, প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় মোটরসাইকেল। SHARES সারা বাংলা বিষয়: