বিরামপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ দিনাজপুরের বিরামপুরের ঘোড়াঘাট রেলগেটে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ৪ ফেব্রুয়ারি ২৫ তারিখে আনুমানিক দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায় নিহতরা হলেন পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ট্রাক হেলপার আরিফ পিতা আশরাফুল ইসলাম এবং পঞ্চগড় সদর উপজেলার ট্রাক চালক মাহবুব হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা গামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি দশ চাকার পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই মারা যান। ট্রাক চালককে গুরুতর আহত অবস্থায় দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের দাবি, গেটম্যানের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটি বিরামপুর ঘোড়াঘাট রেলগেট অতিক্রম করার মুহূর্তে রেললাইনে ট্রাক উঠে গেলে সংঘর্ষ হয় এবং মুহূর্তের মধ্যেই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রেনের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার ফলে সাময়িক সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে দ্রুত উদ্ধারকাজ শেষে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। স্থানীয়রা রেলগেট পরিচালনায় আরও কঠোর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়। SHARES সারা বাংলা বিষয়: