ভাঙ্গায় প্রাইভেটকার -মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ, আহত তিন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ফরিদপুর ভাঙ্গায় প্রাইভেটকার ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকি দুইজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে জানা যায়। ঘটনাটি ঘটেছে শনিবার(১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্বসদরদী বাসস্ট্যান্ডে এই ঘটনাটি ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আবু ছালেহ ছামি জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে কাঁচামাল বোঝাই একটি মাহিন্দ্র ভাঙ্গার দিকে আসছিল। অন্যদিকে ঢাকা থেকে বরিশালগামী একটি প্রাইভেটকার ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রটি রাস্তার পাশে ছিটকে খাদে পাশে পড়ে যায়। এতে মাহিন্দ্রের ভিতরে থাকা চালক মোঃ দাউদ(১৮)নামক মাদারীপুরের টেকেরহাটে এর বাড়ির তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। ও কাঁচামাল ব্যবসায়ী ভাঙ্গার কাপুড়িয়া সদরদী গ্রামের রশিদ শেখ(৩০) এবং একই গ্রামের ডালিম শিকদার (৩৮) গুরুতর আহত হয়। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।দুর্ঘটনায় প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার ও মাহিন্দ্র ভাঙ্গা হাইওয়ে থানায় জব্দ করে আনা হয়েছে। প্রাইভেট কার চালক পলাতক । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। SHARES সারা বাংলা বিষয়: