২নং চানন্দী ইউনিয়ন এ নদী ভাঙ্গন রোদে গণ শুনানি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

২নং চানন্দী ইউনিয়ন এ নদী ভাঙ্গন রোদে গণ শুনানি, উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের  কর্মকর্তা এবং (এল জি ই ডি) বোর্ডের কর্মকর্তা।   স্থানীয়দের অভিযোগ ছিল নদী ভাঙ্গাল রোধ করা এবং কিছু রাস্তা ঘাট  মেরামত করার জন্য দাবি জানাই বিএনপি’র নেতা মাহবুবুর রহমান বলেন নদীতে অনেক বাজার রাস্তাঘাট স্কুলসহ অনেক মানুষের বাড়িঘর নদীতে চলে গেছে এখনো যদি ব্লকের কাজ না করা হয় তাহলে এই এলাকা থাকবে না দল বিবেদনা করে আমরা সবাই মিলে নদী ভাঙ্গা রোধ করার জন্য কাজ করব যেখানে যাওয়া লাগে  যাব   LGED বোর্ডের অফিসার গন জনগণের সাথে রাস্তা ঘাট  সকল সমস্যাগুলা তারা পরিদর্শন করেন। তারা জনগণকে জানাই কিছু প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে, এবং নতুন কিছু কাজের বাজেটের  জন্য চেষ্টা করবেন তারা, আরো বলেন দীর্ঘ 20 বছর ধরে নেতা কর্মীদের কোন চেষ্টা না থাকার প্রকল্পের বাজেট হয় নাই।