শরীয়তপুরে সিকদার ভার্সিটিতে বৈশাখী উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হয় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫ রাকিব হোসাইন।। শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার কার্তিক পুরে জেড এইচ সিকদার ইউনিভার্সিটিতে বৈশাখী উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ মানেই উৎসবের রঙ, মিষ্টির স্বাদ আর লোকজ সংস্কৃতির এক বর্ণাঢ্য উদযাপন। বৈশাখী উৎসব আমাদের জীবনে এক নতুন আশা ও উচ্ছ্বাস নিয়ে আসে। তাইতো এই উৎসবকে আরও রঙিন করে রাঙাতে শরীয়তপুর জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব ১৪৩২। এবারের বৈশাখী উৎসবে সিকদার বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ছিল অন্যতম আকর্ষণ। প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা মিলে মিশে অক্লান্ত পরিশ্রমে আয়োজনটি সফল করেন । সিকদার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজ হাতে বানানো পোস্টার, স্টল ডিজাইন, ঐতিহ্যবাহী সাজসজ্জা ও নানান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তারা তুলে ধরেছেন বিজ্ঞান ও সংস্কৃতির চমৎকার সমন্বয়। কালবৈশাখীর হঠাৎ আগমনের মধ্যেও উৎসবে ভাটা পড়েনি বরং মনে হয়েছে প্রকৃতিও যেন অংশ নিয়েছে এই মিলনমেলায় প্রকৃতির এই তাণ্ডব যেন বৈশাখের অনিবার্য সঙ্গী। বৈশাখী উৎসব আর কালবৈশাখী ঝড়—দুই মিলেই পূর্ণতা পায় বাংলার এই অনন্য ঋতু। বৈশাখী উৎসব আর কালবৈশাখীর এই অপূর্ব মিলন শিখিয়েছে—ঝড়ের মাঝেও যদি একতাবদ্ধ থাকে, তবে প্রতিটি দিনই উৎসবে পরিণত হতে পারে। SHARES সারা বাংলা বিষয়: