এ্যাব এর উদ্যোগে নীলফামারীর গোমনাতী কলেজ মাঠে চারা বিতরণ অনুষ্ঠান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫ আবু ছাইদ ।। নীলফামারীর জেলার গোমনাতী কলেজ মাঠে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এ্যাব) রংপুর চ্যাপ্টার এর উদ্যোগে ও ডোমার – ডিমলা জাতীয়তাবাদী কৃষক দলের সহযোগিতায় গত ৬ই আগস্ট বুধবার অনুষ্ঠিত হলো ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠান। রংপুর “এ্যাব” এর সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মানিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা মাটি ও মানুষের নেতা উন্নয়নের প্রতীক আগামী দিনের অগ্রযাত্রার বাহক সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী, (তুহিন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রদল নেতা জাতীয়তাবাদী ত্যাগী সৈনিক, রংপুর “এ্যাব” এর সাধারণ সম্পাদক, চিলাহাটির কৃতি সন্তান ডঃ মোস্তাহেদ হোসেন ফায়ার। এছাড়া আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার থানা বিএনপির সংগ্রামী সভাপতি ও ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নীলফামারী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেয়াজুল ইসলাম কালু, ও রংপুর “এ্যাব” এর সভাপতি আবু মুহাম্মদ আসাদুজ্জামান লাভলু, রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম শামীম, রংপুর “এ্যাব” এর সহ-সাধারণ সম্পাদক ডঃ আরমানুল ইসলাম সরকার, ডিমলা জাতীয়তাবাদী বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন ও নীলফামারী জেলা কৃষক দলের সভাপতি মাসুদুল আলম দুলাল প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ডোমার ও ডিমলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯০টি ওয়ার্ডের জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি/ সম্পাদক ও নেত্রী স্থানীয় বৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষক দলের নেতাকর্মীদের মাঝে বিশ হাজার ফলজ,বনজ ও ঔষধি চারা বিতরণ করেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। অনুষ্ঠানে বক্তারা বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনকালে মানুষ মুক্ত আলোচনা করতে পারত না। আজ তারাই এই দেশে নেই নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা যেন আর কোনোভাবে ফিরে আসতে না পারে সেদিকে সচেতন থাকার আহ্বান জানান। ওপর দিকে বর্তমানে সময়ের বাংলাদেশের দায়িত্বরত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করেছেন আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এবং এই নির্বাচনে বিএনপি নিরলস সংখ্যাগরিষ্ঠতা পাবে ইনশাআল্লাহ সেই জন্য ডোমার ডিমলার প্রত্যেকটি নেতাকর্মীকে কাজ করতে হবে এগিয়ে আসতে হবে জনগণের কাছে যেতে হবে ভোট চাইতে হবে এই ভোট যেন জাতীয়তাবাদী শক্তি বিএনপি’র পক্ষে আসে সেজন্য দলীয় সামান্য ভুল বোঝাবুঝি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কাজ করতে হবে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের পক্ষে। বিশেষ করে উক্ত সভার সভাপতি তার বক্তব্যে বলেন আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে দলের জন্য কাজ করি আগামীতে ইনশাআল্লাহ আমাদের বিজয় নিশ্চিত। তিনি ৯০ টি ওয়ার্ডের সভাপতি সম্পাদককে অনুরোধ করেন আগামীকাল থেকে প্রত্যেকটি নেতাকর্মীকে মেসেজ দিয়ে দেন যে এক একটি কর্মী বেশি না পাঁচটি করে ভোট সংগ্রহ করবে তাতে আমার বিশ্বাস ইনশাআল্লাহ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইকে বিপুল ভোটের উপহার দিতে পারব বলে আশা রাখি। SHARES সারা বাংলা বিষয়: