পিআরের নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে-ব্যরিস্টার কায়সার কামাল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫ নাজমুলহুদা।। পিআরের নামে জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করছে। পিআরের জন্য জীবন দেয়নি। রক্ত দেয়নি। যারা পিআর দাবী করছেন তারাও অনেকেই বুঝেন না। জামায়াত ধর্মীয় আবেগ নিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জামায়াত পিআরের নামে বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করার চেষ্টা করছে। যেনো গণতান্ত্রিক পরিবেশ তৈরী না হয় সেই চেষ্টাই করছে তারা। দেশের মানুষ গত ১৭ বছর ভোট দিতে পারেননি। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন গণতন্ত্রের জন্য।দেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছেন। তারা যদি গণতন্ত্র বিশ্বাস করেন তবে তারা তাদের নির্বাচনী ম্যানোপেস্টিতে দিয়ে দিক, দেশের মানুষ তাদের দাবির সাথে একমত কিনা। নেত্রকোণার কলমাকান্দায় রামকৃষ্ণ আশ্রমের দুর্গাপুজা অনুষ্ঠানে যোগদান করে এসব কথা বলেন। এসময় রামকৃষ্ণ আশ্রম কমিটির সভাপতি অনুজ চক্রবর্তী, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: