ইয়াবার ব্যবসায় বাধা দেওয়ায় বাড়িঘর ভাঙচুর লুটপাট আহত ২

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫
আশিকুর রহমান চৌধুরী পনি।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গুনিয়াউক (আব্দুল্লাহপুর) গ্রামে ইয়াবা ব্যবসায় বাঁধা দেওয়ায় ইয়াবা ব্যবসায়ির হামলায় দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৯শে সেপ্টেম্বর) ভোর রাতে এই ঘটনা ঘটে আহতরা হলেন, মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (২৭) ও শামসুদ্দীনের স্ত্রী সুফিয়া বেগম(৬৫)। আহতদের নাসিরনগর উপজেলা কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাক্কু মিয়া (৩৫) পিতাঃ মৃত বরজু মিয়া, গুনিয়াউক গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে ফসলের জমিতে বাড়ি তৈরি করে বসবাস করে, নির্জন জায়গায় বাড়ি হওয়াতে দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছে ইয়াবার রমরমা ব্যবসা, আশেপাশের লোকজন ভয়ে কোন কিছু বলতে পারে না। কেউ প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।
মাসখানেক আগে ইয়াবা ব্যবসায়িক মাক্কু মিয়া ইব্রাহিম মিয়ার একটি পরিত্যাক্ত ঘর ভাড়া নেওয়ার জন্য তাকে প্রস্তাব দেয় সেই প্রস্তাবে ইব্রাহিম রাজি না হওয়ায় তাহাকে প্রাণনাশের হুমকি দেয় এবং গত সোমবার ভোর রাতে সিঁদ কেটে ঘরে ভেতর প্রবেশ করে। ঘরে থাকা ইব্রাহিম তার মা ও তার স্ত্রী হাতে পায়ে বেঁধে ব্যাপক মারধর করে। নগদ টাকা স্বর্ণের  অলংকার, ৩টি মোবাইল, ২টি ছাগল, ২টি ভেড়া, ১টি সোলার ব্যাটারিসহ প্রায় ২ লক্ষ টাকার মালা মাল নিয়ে যায়। পরে তাদের কান্নাকাটি শুনে পাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে এবং ২ জনকে আসামী করে ২৯ শে সেপ্টেম্বর নাসিরনগর থানায় অভিযোগ দায়ের করেন।
সাবেক ইউপি সদস্য মোঃ মফিল মিয়া জানায়, মাক্কু মিয়া নির্জন জায়গায় বাড়ি তৈরি করে অবাধে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে ভয়ে কেউ মুখ খুলছে না।
বিষয়টি নিয়ে গুনিয়াউক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইমরান হোসাইন কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমি শুনেছি, স্থানীয় লোকজন আমাকে অবগত করেছে। বিষয়টি নিয়ে আমি কাজ করছি, আইনশৃঙ্খলা বাহিনীকেও অবগত করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
এ বিষয় জানতে চাইলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদ আহম্মদ বলেন, আমরা থানায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজন ব্যবস্থা নেওয়া হবে।