নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত-২,আহত-৪

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

সাইফুল ইসলাম ।। 

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় ইয়ামিন ও তুহিন নামে দু’জন যুবক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে একই এদূর্ঘটনায় আরো ৪ জন মোটরসাইকেল আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে নওগাঁ টু রাজশাহী মহাসড়কের মান্দা থানাধীন সতিহাট এলাকার সবরিতলার মোড় মিলনের ইট ভাটার সামনে বুধবার ২২ অক্টোবর সন্ধারাতে। নিহত দু’ জন যুবক হলেন, মান্দা উপজেলার গনেশপুর গ্রামের এমদাদুল এর ছেলে ইয়ামিন (১৮) ও জাহাজ্ঞীরের ছেলে তুহিন (১৮)। এছাড়া আহত ৪ যুবক হলেন, গনেশপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে সাদিক হোসেন (১৮) ও সবুজের ছেলে তরুন (১৮), মীরপুর গ্রামের নেকবর আলীর ছেলে আশিক (১৮) ও শ্রীরামপুর গ্রামের আমজাদের ছেলে আনোয়ার (১৯) বলে প্রাথমিক ভাবে প্রতিবেদককে তথ্য নিশ্চিত করেছেন মান্দা থানায় দায়িত্বরত এসআই মিজান ও এসআই সুজন। দূর্ঘটনার খবর পেয়ে সরজমিনে দূর্ঘটনাস্থলে পৌছালে প্রত্যক্ষদর্শী ও স্থানিয়রা জানান, ঘটনাস্থলে একই সাথে ৩টি মোটরসাইকেল আগে পিছে পৌছালে সে সময় বিপরীদমুখি ট্রাক প্রথমে একটি মোটরসাইকেল কে ধাক্কাদিয়ে দ্রুত গতীতে পালিয়ে গেলেও ঘটনাস্থলে দূর্ঘটনা কবলীত মোটরসাইকেলের সাথে অপর দুটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে এমনকি সে সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসের সাথেও তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে এতে ঘটনাস্থলেই ৩টি মোটরসাইকেলে থাকা ৬ জন আরোহী সড়কের উপর ছিটকে পড়ে সম্ভাব্য স্পটেই দু’ জনের মৃত্যু হয় জানিয়ে তারা বলেন, খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত পৌছে তাদের উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এব্যাপারে মান্দা থানার এসআই মিজান ও এসআই সুজনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে দু’ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, কিভাবে দূর্ঘটনা ঘটেছে সঠিক বলতে পারছিনা তবে আহত ৪ জনকে চিকিৎসার জন্য হাসপা